নেপালে বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

বিশেষ প্রতিনিধি || ২০২৫-০৮-০৫ ১৬:০৪:১৯

image

নেপালের কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে গতকাল ৫ই আগস্ট যথাযথ মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে। 
 আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নেপাল সরকারের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং এবং বিশেষ অতিথি হিসেবে সার্কের মহাসচিব মোঃ গোলাম সারোয়ার উপস্থিত ছিলেন।
 অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত নেপালের প্রাক্তন রাষ্ট্রদূতগণ, নেপালের বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাগণ, চিকিৎসক এবং অন্যান্য পেশাজীবীসহ স্থানীয় সুশীল সমাজের উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিবর্গ এবং নেপালে বসবাসরত বাংলাদেশ কম্যুনিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 
 এছাড়াও, সার্ক সচিবালয়, ইসিমোড, ইউনিসেফ এবং বিভিন্ন সামাজিক সংগঠন ও সংস্থার কর্মকর্তাবৃন্দ দিবসটি উদযাপনে অংশ নেন।
 নেপাল এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানোর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা কর্তৃক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে প্রেরিত বাণী পাঠ করা হয় এবং “জুলাই অনির্বাণ” শীর্ষক একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।
 নেপালের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী তার বক্তব্যে, জুলাই গণঅভ্যুত্থানকে ‘গণতন্ত্রের জন্য বাংলাদেশের জনগণের সম্মিলিত ইচ্ছা’ এবং ‘নতুন প্রজন্মের সৃষ্ট অনুপ্রেরণা’ হিসেবে আখ্যায়িত করেন।
 তিনি বাংলাদেশ ও নেপালের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টি পুনর্ব্যক্ত করে গণতান্ত্রিক উত্তরণে নেপালের পক্ষ থেকে বাংলাদেশের সরকারকে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। 
 এছাড়াও তিনি বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, আইসিটি এবং দুদেশের জনগণের মাঝে যোগাযোগসহ বিভিন্ন খাতে দুই দেশের বিদ্যমান সহযোগিতার কথা স্মরণ করেন এবং আন্তঃসংযুক্ত এই বিশ্বে দুই বন্ধু প্রতিম জাতির মধ্যে অধিকতর সহযোগিতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
 বিশেষ অতিথির বক্তব্যে সার্ক মহাসচিব জুলাই গণঅভ্যুত্থানকে বাংলাদেশের ইতিহাসে একটি অভূতপূর্ব ঘটনা হিসেবে উল্লেখ করেন। তিনি বাংলাদেশের জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির জন্য চূড়ান্ত আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
 নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শফিকুর রহমান তার বক্তব্যে,  স্বৈরাচারী শাসন থেকে জনগণকে মুক্ত করতে গণঅভ্যুত্থানের মহান যোদ্ধাদের অনন্য  ভূমিকার কথা স্মরণ করে তরুণ প্রজন্ম, অর্থাৎ ‘জেন জি’-এর প্রশংসা করেন। তারাই দমন-পীড়ন, এবং সর্বপ্রকার বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে, বিশেষ করে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অগ্রণী ভূমিকা রেখেছে বলে তিনি উল্লেখ করেন।
 তিনি জুলাই গণঅভ্যুত্থানে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য প্রবাসী বাংলাদেশিদেরও ধন্যবাদ জানান। গণঅভ্যুত্থানকে একটি সুযোগ হিসেবে উল্লেখ করে, তিনি অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক গৃহীত উদ্যোগ সমূহকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সকল অংশীজনকে একসাথে কাজ করার আহ্বান জানান।
 উল্লেখ্য যে, কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস “জুলাই পুনরুজ্জীবন অনুষ্ঠানমালা-২০২৫” পালনের অংশ হিসেবে একাধিক কর্মসূচির আয়োজন করে চলেছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com