যৌথ বাহিনী রাজবাড়ী শহরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও ২রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।
গতকাল ৭ই আগস্ট বিকেল ৩টার দিকে রাজবাড়ী পৌরসভার কাজীকান্দা ৪নং ওয়ার্ড এলাকা থেকে উক্ত অবৈধ অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।
জেলা পুলিশ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রাজবাড়ী সদর থানার এসআই মোঃ মোস্তাফিজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স এবং রাজবাড়ীর অস্থায়ী সেনা ক্যাম্পের সেনা সদস্যরা গতকাল ৭ই আগস্ট বিকেল ৩টার দিকে কাজীকান্দা ৪নং ওয়ার্ড এলাকায় জনৈক শফিকুর রহমানের বিল্ডিং-এর পিছনে দক্ষিণ কোনে প্রাচীরের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা শপিং ব্যাগের মধ্যে থেকে একটি দেশীয় তৈরী ওয়ান শুটার গান ও ২রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব বলেন, উদ্ধারকৃত দেশীয় তৈরী একটি ওয়ান শুটার গান ও ২টি কার্তুজ সদর থানার এসআই মোঃ মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সমূক্ষে জব্দ তালিকা মূলে জব্দ করে। এ বিষয়ের পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com