প্রবাসীদের মৃতদেহ দেশে প্রেরণ ও বিমানবন্দরে হয়রানী বন্ধে রাষ্ট্রদূতের কাছে স্মারকলিপি প্রদান

ওবায়দুল হক মানিক || ২০২০-১১-১৮ ১৩:২৭:২৮

image

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় প্রবাসীদের মৃতদেহ দেশে প্রেরণ, ঢাকা ও চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে ভিজিট ভিসায় আগতদের হয়রানী এবং রাষ্ট্রায়ত্ব বাংলাদেশ বিমানের বিমাতাসুলভ আচরণ বন্ধসহ বিভিন্ন দাবীতে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় সংগঠনের সভাপতি আলহাজ্ব ইফতেখার হোসেন বাবুল, সহ-সভাপতি আবদুস সামাদ, সাধারণ সম্পাদক নাছির তালুকদার, যুগ্ম-সম্পাদক মঈন উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com