গোয়ালন্দে জেলা জামায়াতের আমীর এডঃ নূরুল ইসলামের গণসংযোগ

স্টাফ রিপোর্টার || ২০২৫-০৮-১৫ ১৬:১৮:৪৬

image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১(সদর ও গোয়ালন্দ) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর এডঃ মোঃ নূরুল ইসলাম গতকাল ১৫ই আগস্ট বিকেলে গোয়ালন্দ উপজেলার দেবগ্রামে নদী ভাঙন এলাকা পরিদর্শন ও নির্বাচনী গণসংযোগ করেন।

 এ সময় তিনি দেবগ্রামের মুন্সিবাজার এলাকায় নদী ভাঙ্গন পরিদর্শন করেন। এছাড়াও দেবগ্রাম ইউনিয়ন পরিষদ, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ, দৌলতদিয়া ক্যানাল ঘাট, কাউলজানি বাজার, মুন্সিবাজার, পিয়ার আলী মোড় ও বিএনপি বাজারের নির্বাচনী গণসংযোগ করেন।
 গণসংযোগকালে রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোঃ হেলাল উদ্দিন, গোয়ালন্দ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর গোলাম আজম মীর মারত, সেক্রেটারী এ্যাডঃ মোঃ মোশাররফ হোসেন, গোয়ালন্দ পৌরসভা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা জালাল উদ্দিন প্রামানিক, ছোট ভাকলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ইমরান, উজানচর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা শামসুল হক, ইসলামী ছাত্র শিবিরের গোয়ালন্দ উপজেলা সভাপতি আবির ও রাজবাড়ী পৌর শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ হাবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 গণসংযোগকালে এডঃ নূরুল ইসলাম ভোটারদের সাথে কুশলাদি বিনিময় করেন, ভোটারদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং নির্বাচিত হলে তা সমাধান করার আশ্বাস দেন। এ সময় তিনি ভোটারদের কাছে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com