পাংশায় বাকাসস’র ৫ম দিনেরমত কর্মবিরতি কর্মসূচি পালন

মোক্তার হোসেন || ২০২০-১১-১৯ ১৩:১৬:২৮

image

 বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি-বাকাসস পাংশা উপজেলা শাখার উদ্যোগে গতকাল ১৯শে নভেম্বর ৫ম দিনেরমত  পদবী পরিবর্তনসহ গ্রেড উন্নীতকরণের দাবীতে পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচি পালন করা হয়েছে। 
  পাংশা উপজেলা পরিষদ চত্বরে ব্যানারসহকারে এ কর্মসূচি পালন করা হয়।
  বাকাসস পাংশা উপজেলা শাখার সভাপতি মকসেদ আলীর সভাপতিত্বে কর্মবিরতি কর্মসূচিতে দাবীর যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য দেন বাকাসস পাংশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ। এ সময় বাকাসস পাংশা উপজেলা শাখার উপদেষ্টা মাহফুজুর রহমান, পাংশা উপজেলা ভূমি অফিসের জহুরুল ইসলাম, সুজিৎ কুমার প্রামানিক, গোবিন্দ চন্দ্র বিশ্বাস, ইউএনও অফিসের রাসেল মোল্লা ও বিপ্লব ঘোষ প্রমূখ উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com