রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল(সাধারণ সভা) গতকাল ১৯শে নভেম্বর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটসের সভাপতি আম্বিয়া সুলতানার সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, অন্যান্যের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা স্কাউটসের কমিশনার কাজী এজাজ কায়সার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা স্কাউটসের সহ-সভাপতি আশরাফুল হক, বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটসের সহ-সভাপতি আব্দুস সালাম, রাজবাড়ী জেলা স্কাউটসের প্রতিনিধি সুকুমার বিশ্বাস, উপজেলা স্কাউটসের সম্পাদক ও বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক অখিল কুমার কুন্ডু প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা পর্বের শেষে অখিল কুমার কুন্ডুকে পুনরায় সম্পাদক করে উপজেলা স্কাউটসের ১৮ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার পদাধিকারবলে উপজেলা স্কাউটসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com