করোনার ২য় ধাপে সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে আসন্ন ‘করোনা নিয়ন্ত্রণ সপ্তাহ (২১-২৭ নভেম্বর)’ পালন উপলক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির প্রস্তুতিমূলক সভা গতকাল ১৯শে নভেম্বর বিকালে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও কমিটির সভাপতি আম্বিয়া সুলতানার সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শাফিন জব্বার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন খান, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামসহ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
সভায় করোনার ২য় ধাপে সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে আগামী ২১-২৭ নভেম্বর অনুষ্ঠিতব্য করোনা নিয়ন্ত্রণ সপ্তাহে জনসাধারণের মরধ্য বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ (মাস্ক, সাবান, হ্যান্ড স্যানিটাইজার প্রভৃতি) বিতরণ ও সচেতনতামূলক প্রচারণাসহ করোনা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com