বালিয়াকান্দি উপজেলার ১২০ জন কৃষকের মধ্যে বীজ-সার বিতরণ

বালিয়াকান্দি প্রতিনিধি || ২০২০-১১-১৯ ১৩:২৪:০২

image

সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ১২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। 
  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বালিয়াকান্দির আয়োজনে গতকাল ১৯শে নভেম্বর সকালে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হলরুমে এই কৃষি উপকরণ বিতরণ করা হয়। 
  বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, আলোচক হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন, অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনিরুদ্ধ দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা(চঃ দাঃ) আব্দুল মান্নান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ আমিনুল ইসলাম রনজু প্রমুখ উপস্থিত ছিলেন। 
  বিতরণকৃত কৃষি উপকরণের মধ্যে ছিল কৃষক প্রতি ১ কেজি করে সরিষার বীজ এবং ১০ কেজি করে বিএপি ও পটাশ সার। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com