পাংশায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০ উপলক্ষে যান্ত্রিক র‌্যালী

মোক্তার হোসেন || ২০২০-১১-১৯ ১৩:২৯:৫৪

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় গতকাল ১৯শে নভেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০ উপলক্ষে যান্ত্রিক র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। 
  “প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি দুর্যোগ মোকাবেলায় আনবে গতি” প্রতিপাদ্যকে সামনে রেখে পাংশা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এ কর্মসূচির আয়োজন করে।
  জানা যায়, পাংশা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রয়েল আহমেদের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার সময় পাংশা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন থেকে যান্ত্রিক র‌্যালী শুরু হয়। র‌্যালীটি পাংশা শহর ও উপজেলার বিভিন্ন বাজার ও সড়ক প্রদক্ষিণ করে। 
  এ সময় বাজার ও সড়কের জনবহুল এলাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দায়িত্ব ও সেবা কার্যক্রম, অগ্নিকান্ড মোকাবেলায় করণীয়, ভূমিকম্পে নিরাপদ থাকতে করণীয়, বজ্রপাত থেকে নিরাপদ থাকতে করণীয়, গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা প্রতিরোধে করণীয় ও করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় হ্যান্ডবিল বিতরণ করা হয়। সকাল সাড়ে ১১টায় শুরু করে দুপুর দেড়টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে তারা।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com