“চায়না দুয়ারীতে সয়লাব গোয়ালন্দের পদ্মা নদী॥মৎস্য বিভাগের উদাসীনাতা” নজনদিন’ শিরোনামে গত ৩রা সেপ্টেম্বর দৈনিক মাতৃকণ্ঠে সচিত্র সংবাদ প্রকাশের পর পদ্মা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন ও নৌ পুলিশ।
গতকাল ৪ঠা সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি টিম এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পদ্মা নদীর বেতকা ও রাখালগাছি এলাকা থেকে ৫০টি ২৫শত মিটার চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে এসব জাল দৌলতদিয়া ১নম্বর ফেরী ঘাটে এনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জাল পোড়ানোর সময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদুর রহমান উপস্থিত ছিলেন।
নদীতে অভিযান পরিচালনা করেন দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা। এ সময় এসআই মেহেদী হাসান অপূর্বসহ পুলিশ ফাঁড়ির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, দেশীয় প্রজননের মাছ রক্ষার্থে আমরা পদ্মা নদীর বেতকা থেকে অভিযান চালিয়ে চায়না দুয়ারী জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছি। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। জেলেদের উচিত নিষিদ্ধ জাল যেন না ব্যবহার করে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার নাহিদুর রহমান বলেন, পদ্মা নদীতে অবৈধ চায়না দুযারী জাল ধ্বংসের অভিযানে দৌলতদিয়া নৌ পুলিশ ২৫শত মিটার জাল জব্দ করে। পরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে জব্দকৃত জাল ধ্বংস করা হয়েছে। অবৈধ এই জালটি ব্যবহার করা নিষেধ, এই জাল থেকে ছোট জাতের মাছও বাঁচতে পারে না, দেশীয় মাছ রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। নদীতে যেসব জাল নিষিদ্ধ আছে, কোন জেলেরা যেন সেসব জাল ব্যবহার না করে।
এদিকে প্রশাসন ও নৌ পুলিশের অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা জানান, ইলিশসহ দেশীয় মাছ রক্ষায় এ ধরণের অভিযান নিয়মিত হওয়া উচিত।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com