রাজবাড়ী জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা-কর্মচারীদের ই-নথি বিষয়ক ২দিনের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত

স্টাফ রিপোর্টার || ২০২০-১১-২০ ১৩:৫৮:১৩

image

রাজবাড়ী জেলা প্রশাসন আয়োজিত জেলা পর্যায়ের সরকারী দপ্তরসমূহের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৩টি ব্যাচে ২দিনের ই-নথি বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে। 
  রাজবাড়ীর ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। 
  গত ১৯শে নভেম্বর প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সারোয়ার আহমেদ সালেহীন, অন্যান্যের মধ্যে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার, মোঃ আসাদুজ্জামান, জুনাইদ বিন ফেরদৌস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের জেলা কার্যালয়ের প্রোগ্রামার আব্দুল করিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। 
  উল্লেখ্য, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আইসিটির যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের অংশ হিসেবে ই-নথি কার্যক্রমকে বেগবান করার জন্য রাজবাড়ী জেলা প্রশাসন কর্তৃক জেলা পর্যায়ের ৬০ জন কর্মকর্তা/কর্মচারীর জন্য ৩টি ব্যাচে ২দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com