গোয়ালন্দে বহির্ভূতভাবে খেয়া ঘাট ইজারা প্রদানের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার || ২০২৫-০৯-১৯ ১৪:১৪:০৪

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার অন্তারমোড়-রাখালগাছি খেয়া ঘাট নিয়ম বহির্ভূতভাবে স্থানীয় প্রশাসন কর্তৃক ইজারা প্রদান করার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 
 গতকাল ১৮ই সেপ্টেম্বর দুপুরে গোয়ালন্দ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেনের আয়োজন করেন পাটনি সম্প্রদায়ের বিষ্ণু চৌধুরী নামে এক ব্যক্তি।
 সংবাদ সম্মেলনে তিনি দাবী করেন, তার ঠাকুর দাদা দারিক নাথ চৌধুরী, তার পিতা ভগবান চৌধুরীসহ পূর্ব পুরুষ পাটনি সম্প্রদায় হিসেবে দেড় শত বছর ধরে এই খেয়াঘাট পরিচালনা করে আসছিলেন। জমিদারী প্রথা চলাকালে তেওতা জমিদারদের কাছ থেকে তার পূর্ব পুরুষ, পরে তার বাবা ভগবান চৌধুরী ইজারা নিয়ে আসছিলেন। তার বাবা মৃত বরণ করার পর তিনি দেবগ্রাম ইউনিয়ন পরিষদ থেকে ইজারা গ্রহণ করে পরিচালনা করে আসছিলেন। বিগত বছরে মাত্র ৪৫ হাজার টাকায় তিনি ইজারা গ্রহণ করেন।
 তিনি আরো বলেন, ২০২৫ সালে ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা নির্বাহী অফিসার ইজারা কার্যক্রম নিজ দপ্তরে নিয়ে আসেন। ইজারা প্রদানে শর্ত আছে যে পাটনি সম্পদায়ের কোন প্রতিনিধি থাকলে সরকার নির্ধারিত মূল্যে তাকে খেয়া ঘাটের ইজারা প্রদান করতে হবে। আমি পাটনি সম্প্রদায়ের মানুষ হয়েও নিময়তান্ত্রিক ইজারায় অংশ নেই। এ ক্ষেত্রে দেড় লাখ টাকা সরকারী ইজারা মূল্য নির্ধারণ করা থাকলেও এক লাখ ৭৫ হাজার টাকা দরপত্র জমা দেই। এ সময় অভিযোগ করে বলেন তিনি জানতে পেরেছেন ৪ লাখ টাকা অনৈতিক লেনদেনে অন্য ব্যক্তিকে উপজেলা প্রশাসন ইজারা প্রদান করেছে।
 তিনি আরো জানান, বর্তমানে ইজারা পাওয়া ব্যক্তি পাটনি সম্প্রদায়ের কোন মানুষ না। পক্ষান্তরে আমি জন্মগতভাবে পাটনি সম্প্রদায়ের জনগোষ্ঠীর মানুষ। আমার অনুকুলে ওই খেয়াঘাটের লীজ প্রদান না করায় আমি মহামান্য সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে ৬৩৭১/২৫ রিট পিটিশন দায়ের করি। পরবর্তীতে রিভিউ শুনানিতে ২৯/৭/২০২৫ তারিখ থেকে ৩ মাসের জন্য ইজারা কার্যক্রম স্থগিত করেন। কিন্তু উচ্চ আদালতের আদেশ অমান্য করে  মিনাল শেখ নামে এক ব্যক্তিকে ইজারা প্রদান করা হয়।
 সংবাদ সম্মেলনে দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ ইসমাইল হোসনে ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান মোল্লা উপস্থিত ছিলেন। এ সময় তারাও দাবী করেন, যুগ যুগ ধরে ভগবান চৌধুরীর উত্তরসুরী হিসেবে বিষ্ণু চৌধুরী অন্তারমোড়-রাখালগাছি খেয়া ঘাট পরিচালনা করে আসছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এবছর উপজেলা প্রশাসন অনৈতিক সুবিধার বিনিময়ে স্থানীয় মিনাল শেখকে ইজারা দিয়েছেন। এটা খুবই নিন্দনীয় কাজ বলে আমরা মনে করি।
 এ বিষয়ে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, খেয়া ঘাট ইজারা নেওয়ার জন্য তারা এসেছিলো, আমি তাদের টেন্ডারে অংশ গ্রহণ করার পরামর্শ দিয়েছি। অনৈতিক লেনদেনে ইজারা প্রদানের অভিযোগ তিনি মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন দাবী করেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com