রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম বলেছেন, আসন্ন পূজা নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ায় যাতে কোন গুজব না ছড়ায় বা যতটুকু নিয়ন্ত্রণে রাখা যায় তার জন্য আমাদের একটি শক্তিশালী এলআইসি টিম সার্বক্ষনিক সাইবার পেট্রোলিং করছে। ্এ ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোন একটা বিষয় কানে আসলেই সেটা যাচাই-বাছাই না করেই আপনারা প্রচার করবেন না এটা আমার অনুরোধ রইলো।
সাংবাদিকরা দায়িত্বের জায়গা থেকে সত্যতা নিরূপণ করে প্রকৃত ঘটনা প্রচার করবেন। আপনারা আগে দেখবেন, বুঝবেন, সেখানকার মন্দির কমিটির সাথে কথা বলে আসল ঘটনা সম্পর্কে জানবেন, তারপর প্রচার করবেন।
গতকাল ১৮ই সেপ্টেম্বর দুপুরে নিজ কার্যালয়ে পূজার প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পুলিশ সুপার কামরুল ইসলাম বলেন, আর কয়েকদিন পরেই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এটি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে ঐতিহ্যবাহী উৎসব এবং এই উৎসবটি সারা বাংলাদেশের ন্যায় রাজবাড়ীতেও অত্যন্ত শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে উদযাপিত হয় সে জন্য রাজবাড়ী জেলা পুলিশ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। প্রত্যেকটি মন্ডপে মন্দির কমিটি যাতে তাদের স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখে সেই বিষয়টি আমরা তদারকি করছি। আমাদের রাতে ও দিনে যে সমস্ত টহল পার্টি রয়েছে তারা সেগুলো ভিজিট করে তা নিশ্চিত করছে।
তিনি বলেন, এছাড়াও আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। নিরাপত্তা বিধানের জন্য মন্ডপে সার্বক্ষণিক সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে। অধিকাংশ মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় এসেছে। যেগুলো এখনো বাকি আছে সেগুলো সিসি ক্যামেরার আওতায় আনার প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং সিসি ক্যামেরা যাতে সার্বক্ষণিক চালু থাকে সেগুলো আমরা মনিটরিং করছি।
পুলিশ সুপার বলেন, আমাদের সার্বক্ষণিক একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু আছে। সেখান থেকেও আপনারা(সাংবাদিক) যথাসময়ে নিউজ আপডেট পাবেন। যখন উৎসব শুরু হবে তখন প্রতিটি মন্ডপে আনসার ভিডিপির সদস্য, গ্রাম পুলিশ নিয়োজিত থাকবে। এছাড়াও জেলা পুলিশের হোন্ডা মোবাইল পার্টি মন্ডপ গুলো পরিদর্শন করে প্রত্যকটি মন্ডপ নিরাপত্তা বলয়ের মধ্যে রাখবে। এভাবে আমরা নিরাপত্তা নিশ্চিত করছি।
তিনি বলেন, রাজবাড়ী জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে এবং এ জেলার জনসাধারণের নিরাপত্তাকে মাথায় রেখে এখানে বেশকিছু পুলিশ সদস্য বাইরের ইউনিট থেকে মোতায়েন করা হয়েছে। অবশ্যই সকলের সহযোগিতায় আমাদের রাজবাড়ীতে উৎসব মুখর পরিবেশে একটি সুন্দর নিরাপদ পূজা অনুষ্ঠিত হবে আমরা সেটা আশাবাদী।
জেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলায় ৪৩৯টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলায় (পৌরসভাসহ) ১১০টি, গোয়ালন্দে উপজেলায় (পৌরসভাসহ) ২৫টি, বালিয়াকান্দি উপজেলায় ১৪৯টি, কালুখালী উপজেলায় ৫৭টি ও পাংশা উপজেলায় (পৌরসভা সহ) ৯৮টি পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com