বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি রাজবাড়ী সদর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার || ২০২৫-০৯-২০ ১৫:৩২:৫১

image

 বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) রাজবাড়ী সদর উপজেলা শাখার সম্মেলন-২০২৫ ও কমিটি গঠন গত ১৭ই সেপ্টেম্বর বিকেলে শহরের অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
 বাকশিস’র রাজবাড়ী জেলা শাখার আয়োজনে বাকশিস’র কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাকশিস’র রাজবাড়ী জেলা শাখার সাবেক আহবায়ক ও ডাঃ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ(অবঃ) এবিএম মঞ্জুরুল আলম দুলাল।
 অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাকশিস’র রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব মীর মনিরুজ্জামান বাবু। এ সময় অতিথি হিসেবে(বাকশিস) জেলা শাখার আহবায়ক গাজী আহসান হাবীব, আহবায়ক অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম লিটনসহ আরও অনেকে বক্তব্য রাখেন ।
 বক্তারা শিক্ষক সমাজের ন্যায্য অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন এবং ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে শিক্ষক সমাজকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
 সম্মেলনের দ্বিতীয় পর্বে রাজবাড়ী সদর উপজেলা শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন আহম্মদ আলী মৃধা কলেজের অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখার তত্ত্বাবধায়ক মোঃ রফিকুল ইসলাম।
 জানা গেছে, নবগঠিত কমিটির পক্ষ থেকে আগামী তিন দিনের মধ্যে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হবে।
 সম্মেলনে বিভিন্ন কলেজের শিক্ষক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি এবং শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। 
 সম্মেলনের মধ্য দিয়ে রাজবাড়ীর শিক্ষক সমাজে নতুন উদ্দীপনা ও নেতৃত্বের সূচনা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com