নারীর মরদেহের সাথে যৌন লালসা চরিতার্থকারীসেই ডোম মুন্না ভক্তের বিচার চাইলেন তার পিতা

হেলাল মাহমুদ || ২০২০-১১-২১ ১৪:৩০:২১

image

রাজধানী ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের লাশ কাটা ঘরে নারীদের লাশের সাথে যৌন সংসর্গ(সেক্স) করার অভিযোগে সেখানকার মুন্না ভক্ত(২০) নামে এক ডোমের সহকারীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ(সিআইডি)। 

  গত ১৯শে নভেম্বর রাতে গ্রেফতার হওয়া মুন্না ভক্ত রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার ৬নং ওয়ার্ডের জুড়ান মোল্লার পাড়ার সুইপার কলোনীর দুলাল ভক্তের ছেলে। ন্যাক্কারজনক এ অভিযোগের সুষ্ঠু তদন্ত ও জড়িত থাকলে ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন দুলাল ভক্ত নিজেও। বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যমে সংবাদটি প্রকাশিত হওয়ার পর তুমুল আলোচনার মধ্যে তার পরিচয় জানা যায়। 

  গতকাল ২১শে নভেম্বর সকালে অভিযুক্ত মুন্না ভক্তের বাড়ীতে গেলে কথা হয় তার পিতা দুলাল ভক্তের(৫০) সাথে। 

  তিনি জানান, মুন্না গোয়ালন্দ আইডিয়াল হাই স্কুল থেকে ৮ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে। দেড় বছর আগে আমার সম্মন্ধি(স্ত্রীর ভাই) যতন কুমার লাল ওকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ডোমের সহকারীর কাজে দেয়। মুন্না তার বাসায়ই থাকতো। গত শুক্রবার মানুষের মুখে শুনলাম ফেসবুকে দিয়েছে আমার ছেলে মুন্না ভক্ত বড় ধরণের অপকর্ম করেছে এবং মানুষজন সেটা শুনে ছিঃ ছিঃ করছে। ও ছেলে মানুষ, একটা বড় অন্যায় করে ফেলেছে। যদি সে ওই অপকর্ম করে থাকে তাহলে আমি ওর দৃষ্টান্তমূলক বিচার দাবী করছি। 

  সুইপার কলোনীর বাসিন্দা অনিল ভক্ত(৪০) বলেন, মুন্নার আচরণ আগে থেকেই খারাপ ছিল। নেশা-টেশা করতো। সে ঢাকায় গিয়ে যে ধরণের অপকর্ম করেছে সে জন্য অবশ্যই তার বিচার ও শাস্তি হওয়া উচিত।

  সুইপার কলোনীর আরেক বাসিন্দা মিঠু ভক্ত(৩৫) বলেন, কোন মানুষের বিরুদ্ধে যে এমন জঘন্য কাজের অভিযোগ উঠতে পারে সেটা আমার জীবনে এই প্রথম শুনলাম। তার এই অপকর্মের কথা মুখে আনাও আমাদের জন্য পাপের। 

  উল্লেখ্য, গত ২০শে নভেম্বর সিআইডি এক বিবৃতিতে জানায়, ঢাকার একটি হাসপাতালের মর্গে ‘ময়না তদন্তের জন্য নেয়া নারীদের মরদেহের সাথে যৌন লালসা চরিতার্থ করার’ অভিযোগে গত বৃহস্পতিবার রাতে তারা একজনকে গ্রেফতার করেছে। হাসপাতালটির মর্গের ডোমের সহকারী হিসেবে কাজ করতো। সিআইডি'র ধারণা, অন্তত দেড় বছর ধরে সে মর্গে আসা নারীদের মরদেহের সাথে যৌন লালসা চরিতার্থ করে আসছিল। সিআইডি'র বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশে ধর্ষণ, হত্যাসহ যেসব ঘটনায় মরদেহ ময়না তদন্ত করার নির্দেশ দেয়া হয়, সেসব আলামতের ডিএনএ পরীক্ষা এবং প্রোফাইল তৈরী করে থাকে সিআইডি। ২০১৯ সালের মার্চ থেকে ২০২০ সালের আগস্ট পর্যন্ত একটি মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগ থেকে পাওয়া মৃত নারীদের দেহে পুরুষ শুক্রানুর উপস্থিতি পায় সিআইডি। কিন্তু একাধিক নারীর মরদেহে একজন পুরুষের শুক্রানুর উপস্থিতি তাদের চমকে দেয়। তারা সেই পুরুষকে চিহ্নিত করার জন্য মাঠে নামে। মরদেহে পাওয়া শুক্রানুর ওপর ভিত্তি করে সেই পুরুষের ডিএনএ প্রোফাইল তৈরী করা হয়। পরে ঢাকার মোহাম্মদপুর ও কাফরুল থানার কয়েকটি ঘটনা থেকে পাওয়া ডিএনএ প্রোফাইলের সাথে সন্দেহভাজন ব্যক্তির ডিএনএ প্রোফাইল মিলে যায়। 

  প্রাথমিকভাবে সিআইডি’র ধারণা ছিল, প্রতিটি ক্ষেত্রে একজন ব্যক্তি ভুক্তভোগীকে ধর্ষণের পর হত্যা করেছে অথবা হত্যার পর ধর্ষণ করেছে। পরে আরও বিস্তারিত অনুসন্ধান ও বিশ্লেষণের পর সিআইডি সিদ্ধান্তে পৌঁছায় যে কোন একজন ব্যক্তি ‘মরদেহের ওপর বিকৃত যৌন লালসা চরিতার্থ’ করছে। সিআইডি'র গোপন অনুসন্ধানে বেরিয়ে আসে যে প্রত্যেক ভুক্তভোগীর মরদেহের ময়না তদন্ত একটি নির্দিষ্ট হাসপাতালের মর্গে করা হয়েছে। হাসপাতালটির মর্গের কার্যপদ্ধতি সম্পর্কে অনুসন্ধান করে সিআইডি জানতে পারে যে, ময়না তদন্তের জন্য মর্গে নেয়া মরদেহ ব্যবচ্ছেদ করার উদ্দেশ্যে পরের দিন মর্গে রেখে দেয়া হতো। মর্গের কার্যপদ্ধতি বিশ্লেষণ করার পর তদন্তকারীদের সন্দেহ হয় যে মর্গের ডোমদের কেউ অপরাধ সংঘটন করে থাকতে পারে। সন্দেহের ভিত্তিতে ঐ নির্দিষ্ট হাসপাতালের ডোমদের গতিবিধি পর্যালোচনা করে তদন্তকারীরা। ঐ তদন্তের সময় জানা যায় যে হাসপতালটির একজন ডোম ৫টি ঘটনার সময় ভুক্তভোগীর মরদেহ পাহারা দেয়ার জন্য রাতে মর্গে ছিল। এরপর বিস্তারিত তদন্তের পর তথ্য-প্রমাণের সাপেক্ষে সিআইডি নিশ্চিত হয় যে অভিযুক্ত ডোম এই অপরাধের সাথে জড়িত। অভিযুক্ত মুন্না ভক্ত তদন্তের বিষয়টি আঁচ করতে পেরে গা ঢাকা দেয়। পরে গত ১৯শে নভেম্বর রাতে সিআইডি তাকে গ্রেফতার করে। 

  সিআইডির প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মর্গে ময়না তদন্তের জন্য আনা নারীদের শতাধিক লাশের সাথে যৌন সংসর্গ করার কথা স্বীকার করেছে।   

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com