সম্প্রতি ডাকসুর নির্বাচনে জয়ী রাজবাড়ীর দুই কৃতি শিক্ষার্থী সামসুন্নাহার হলের এজিএস নুরে জান্নাত সুজানা ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের পাঠকক্ষ সম্পাদক তাসমিয়া ফেরদৌস তিতলীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল ১লা অক্টোবর দুপুর ১২ টায় শহরের বকুল তলা এলাকায় মেজবাহ্ উল করিম রিন্টু সাংস্কৃতিক কেন্দ্র (ঘর ছাড়ায়) রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের আয়োজনে এই সংবর্ধনা দেওয়া হয়।
রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সভাপতি ফারুক উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান।
এছাড়া অতিথি হিসেবে কুষ্টিয়া মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ ইকবাল হোসেন, মাদারীপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আব্দুলাহ আল মামুন রনি, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) এর সাবেক সভাপতি শাহাদাৎ হোসেন রনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী বিশিষ্ট ব্যবসায়ী ফেরদৌস হাসান রঞ্জু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নুরে জান্নাত সুজানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ছাত্রী। সে বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেজাউল করিমের সুযোগ্য কন্যা। সে সামসুন্নাহার হল সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এজিএস নির্বাচিত হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com