বিএনপি ক্ষমতায় গেলে পল্লী চিকিৎসকদের চিকিৎসার সেবায় আরো মানোন্নয়ন করা হবে----খৈয়ম

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৫-১০-০১ ১৪:৫৯:২৭

image

রাজবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
 এ উপলক্ষে গতকাল ১লা অক্টোবর বেলা সাড়ে ১১টায় শহরের সজ্জনকান্দায় রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবন থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বড়পুল মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
 জেলা পল্লী চিকিৎসক এসোসিয়েশনের সভাপতি গোলাম রসূলের বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বক্তব্য রাখেন।
 জেলা পল্লী চিকিৎসক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রহিম মোল্লা লিটনের সঞ্চালনায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব ও সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস বক্তব্য রাখেন।
 প্রধান অতিথির বক্তব্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আজ আমাদের জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসররা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে নির্যাতন নিপীড়ন চালিয়েছে। আমাদের পল্লী চিকিৎসকরা কোন দিবস পালন করতে পারে নাই। আমাদের ওপর নির্যাতন চালিয়েছে। তাই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় এবং নতুন বাংলাদেশ বিনির্মানের দায়িত্ব দেশ নায়ক তারেক রহমানের হাতে তুলে দিতে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে সকল নেতাকর্মীকে একযোগে কাজ করতে হবে।
 বিএনপি ক্ষমতায় গেলে পল্লী চিকিৎসকদের চিকিৎসার সেবায় আরো মানোন্নয়ন করা হবে। তাই আসুন সবাই মিলে একত্রে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করি।
 এ সময় জেলা কৃষক দলের আহ্বায়ক আইয়ুবুর রহমান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডঃ নেকবর হোসেন মনি, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক খন্দকার মাহফুজুর রহমান, সদস্য সচিব মোঃ আনিছুর রহমান মাসুদ, যুগ্ম আহ্বায়ক শেখ রনজু আহমেদ, জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের জেলা কমিটির সহ-সভাপতি মারুফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিত আহমেদ, সদর উপজেলা পল্লী চিকিৎসক এসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম আজাদ, সেক্রেটারী মোঃ মনসুর উদ্দিন, গোয়ালন্দ উপজেলা পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ নাসির উদ্দিন, সেক্রেটারী পলাশ মোল্লা, বালিয়াকান্দি উপজেলা সভাপতি মোঃ আহাম্মদ, সেক্রেটারী মোহাম্মদ মাহফুজ হোসেন, কালুখালী উপজেলা সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম ও সেক্রেটারী মোঃ জাহাঙ্গীর হোসেনসহ পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 অনুষ্ঠান শেষে পথচারীদের মাঝে স্যালাইনের পানি খাওয়ানো ও ফ্রি ওষুধ বিতরণ করা হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com