রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়ন বিএনপির কার্যালয় গতকাল ২রা অক্টোবর বিকেলে উদ্বোধন করা হয়েছে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম অফিস উদ্বোধন করেন।
এ সময় খানগঞ্জ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী শাহাদত, খানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রামানিক, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান শেখ ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোতালেব হোসেন শিকারীসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com