বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে জেলা পর্যায়ে শিশু নির্যাতন বন্ধে করণীয় ও শিশু অধিকার বাস্তবায়ন বিষয়ক জেলা পর্যায়ে শিশুদের সাথে বড়দের মতবিনিময় সভা গতকাল ৯ই অক্টোবর বিকেলে রাজবাড়ী কালেক্টরেটের সম্মেলন কক্ষে ন্যাশনাল চিলড্রেন্স টাস্কফোর্স (এনসিটিএফ) এর আয়োজনে অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল চিলড্রেন্স টাস্কফোর্স(এনসিটিএফ) রাজবাড়ী জেলা শাখার সভাপতি তাবাসসুম লামিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি সাদ আহম্মেদ, এনসিটিএফ এর ডিস্ট্রিক্ট ভলেন্টিয়ার সাদমান সাকিব রাফি সহ এনসিটিএফ এর অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।
এনসিটিএফ এর সদস্যরা তাদের বক্তব্যে জেলার স্বাস্থ্য খাত, সাইবার ক্রাইম, শিশু নির্যাতন, শিশু শ্রম, বাল্যবিবাহ, শিক্ষা প্রতিষ্ঠানের যথাযথ সুযোগ-সুবিধা সৃষ্টি, ইভটিজিং, মাদকাসক্তি ও এর প্রতিকার, শহরের রাস্তাঘাট, ডাস্টবিন ও নাগরিক সমস্যা সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের নিরাপদ, সুরক্ষিত ও ভালোবাসাপূর্ণ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ নিশ্চিত করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। আমরা সবসময় শিশুদের পাশে রয়েছি। তাদের অধিকার নিশ্চিতে আমরা সবসময় তাদের পাশে থাকবো।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com