ডিসি’র সাপ্তাহিক গণশুনানি

স্টাফ রিপোর্টার || ২০২৫-১০-২২ ১৫:৪৮:৪৬

image

জনগণের অংশগ্রহণমূলক প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় গতকাল ২২শে অক্টোবর সকালে নিয়মিত সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত সাধারণ মানুষ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের সাথে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান। তারা তাদের ব্যক্তিগত ও সামাজিক সমস্যা, অভিযোগ এবং পরামর্শ তুলে ধরেন। জেলা প্রশাসক প্রাপ্ত অভিযোগসমূহ গুরুত্বের সঙ্গে শুনে, প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশনা দেন। প্রশাসন ও জনগণের মাঝে সেতুবন্ধন গড়ে তোলার এই উদ্যোগ প্রতি বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে    -মাতৃকণ্ঠ।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com