রাজবাড়ীতে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫দফা দাবিতে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার || ২০২৫-১০-২৭ ১৫:১৯:৩৪

image

 জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশের মাধ্যমে গণভোট প্রদান ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫দফা দাবিতে গতকাল ২৭শে অক্টোবর বিকেলে রাজবাড়ী শহরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
 সমাবেশে বক্তারা বলেন, জাতীয় নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে জুলাই জাতীয় সনদ ও পিআর পদ্ধতি প্রবর্তন এখন সময়ের দাবি। অবিলম্বে ৫ দফা দাবি বাস্তবায়ন এবং রাজনৈতিক নিপীড়ন বন্ধের আহ্বান জানান।
 রাজবাড়ী-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর এডঃ মোঃ নুরুল ইসলাম বলেন, জুলাই সনদ স্বাক্ষর হলেও এখনো এর আইনি ভিত্তি দেওয়া হয়নি। আগামী নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে প্রশাসন থেকে দলবাজদের তাড়িয়ে দিয়ে নিরপেক্ষ লোকদের দিয়ে জনপ্রশাসন পুনর্গঠন করতে হবে। জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে নভেম্বরেই গণভোট এবং সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করতে হবে। সোজা কথায় কাজ না হলে আমরা আঙ্গুল বাঁকা করলে কেউ পালানোর পথ খুঁজে পাবেন না। নব্য ফ্যাসিবাদীদের প্রতিহত করতে জাতি অতীতের মতোই প্রস্তুত আছে।
 তিনি আরো বলেন, জনগণও সুযোগ পেলে নব্য ফ্যাসিবাদীদের ভোটের মাধ্যমে বয়কট করে ইসলামের পক্ষে এক নীরব বিপ্লব ঘটাবে। আগামী সংসদকে কুরআনের সংসদে পরিণত করতে দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে। ইতোমধ্যে ছাত্ররা ভোটের মাধ্যমে বয়কট শুরু করছে। জনগণও সুযোগ পেলে নব্য ফ্যাসিবাদীদের ভোটের মাধ্যমে বয়কট করে ইসলামের পক্ষে এক নীরব বিপ্লব ঘটাবে।
 সমাবেশ শেষে শহরের আজাদী ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। হাতে জাতীয় ও দলীয় পতাকা, দলীয় প্রতীক দাঁড়িপাল্লা এবং বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে নেতাকর্মীরা শ্লোগান দিতে দিতে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
 বিক্ষোভ সমাবেশ ও মিছিলে রাজবাড়ী-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমীর এডঃ মোঃ নুরুল ইসলাম, রাজবাড়ী-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ, নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, সেক্রেটারী মোঃ আলিমুজ্জামান, কর্মপরিষদ সদস্য প্রফেসর মোঃ হেলাল উদ্দিন, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সৈয়দ আহমেদ, সেক্রেটারী মাওলানা লিয়াকত হোসেন, রাজবাড়ী পৌর আমীর ডাঃ মোঃ হাফিজুর রহমান, বালিয়াকান্দি উপজেলা আমীর মাওলানা আব্দুল হাই জোয়ার্দার, পাংশা পৌর আমীর কাজী ফরহাদ জামিল রুপু সহ জেলা ও উপজেলা, পৌর জামায়াতের নেতৃবৃন্দরা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com