গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মইনুল হক মৃধা || ২০২৫-১০-২৮ ১৫:৩৫:৩৬

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
 গতকাল ২৮শে অক্টোবর সকাল সাড়ে ১১টায় গোয়ালন্দ বাজার সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গোয়ালন্দ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোয়ালন্দ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয় এবং পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 গোয়ালন্দ উপজেলা যুবদলের আহবায়ক মোঃ ফারুক দেওয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে জেলা যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুল বক্তব্য রাখেন।
 পৌর যুবদলের আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন মন্ডল ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ রাজু শিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি রুস্তম আলী মোল্লা, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মুরাদ আল রেজা, মোঃ মনোয়ার হোসেন মিন্টু, গোয়ালন্দ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ শামীম মোল্লা, মোঃ কাইয়ুম মোল্লা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সাঈদ মোল্লা ও মোঃ জসিম বেপারী বক্তব্য রাখেন। 
 অন্যান্যদের মধ্যে এ সময় উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবু বক্কার, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু ও পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মুক্তার মাহমুদ বক্তব্য রাখেন। 
 প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুবদলের পক্ষ হতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও বিভিন্ন পতিত জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com