রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে উপজেলা পর্যায়ে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৮শে অক্টোবর সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে মিনি ম্যারাথনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ। এ সময় উপজেলার অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ বলেন, খেলাধুলা তারুণ্যকে আরও গতিশীল করে। তরুণরা খেলাধুলায় যুক্ত থাকলে সামাজিক অপরাধ থেকে মুক্ত থাকবে। প্রত্যেকটি তরুণ খেলাধুলার মাধ্যমে একদিন দেশকে উন্নত দেশের শিখরে নিয়ে যাবে।
মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা কালুখালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এ প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের প্রায় অর্ধশত প্রতিযোগি অংশ নেয়।
মিনি ম্যারাথনে চ্যাম্পিয়ন হয় মোঃ আকাশ ও রানার্সআপ হয় বাঁধন। পরে বিকেলে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বার্হী অফিসার মহুয়া আফরোজ।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com