পল্টন ট্রাজেডি দিবসে রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর আলোচনা সভা

স্টাফ রিপোর্টার || ২০২৫-১০-২৮ ১৫:৪২:৫৬

image

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী পৌরসভা শাখা।

 গতকাল ২৮শে অক্টোবর রাতে শহরের আজাদী ময়দানে জামায়াতে ইসলামীর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 রাজবাড়ী পৌর জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা আমীর এডঃ মোঃ নুরুল ইসলাম বক্তব্য রাখেন।
 এ সময় অন্যান্যের মধ্যে জেলা জামায়াতের নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, জেলার কর্মপরিষদ সদস্য প্রফেসর হেলাল উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারী ও মাওলানা লিয়াকত হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
 প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর এডঃ মোঃ নুরুল ইসলাম বলেন, পৃথিবীর ইতিহাসে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের নিকৃষ্টতম একটি দিন ২৮শে অক্টোবর। বায়তুল মোকাররমের উত্তর গেইটে জামায়াতে ইসলামীর সমাবেশে শেখ হাসিনার নির্দেশে প্রকাশ্যে ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের সন্ত্রাসীরা লগি-বৈঠা দিয়ে মানুষকে সাপেরমত পিটিয়ে হত্যা করে। তখন থেকে দেশের রাজনীতি ও সমাজ তার পথ হারিয়েছিল, মানবতার মৃত্যু হয়েছিল।
 সভায় জেলা জামায়াতে ইসলামী, পৌর জামায়াতে ইসলামীসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।
 আলোচনা সভা শেষে পল্টন ট্রাজেডিতে নিহতদের জন্য দোয়া করা হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com