রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কালিতলা এলাকায় গত ২৩শে অক্টোবর বিকেলে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জব্দকৃত জাল জাল পুড়িয়ে ধ্বংস করার সময় মৎস্য কর্মকর্তা-কর্মচারীদের অসর্তকতায় আগুনের ফুলকি ছুটে মোস্তফা রুহুল(১০) নামের এক শিশু মারাত্মক দগ্ধ হয়েছে।
গুরুতর দগ্ধ অবস্থায় শিশু মোস্তফা রুহুল বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালের সার্জারী ওয়ার্ডে কাতরাচ্ছে।
আহত শিশু মোস্তফা রুহুল রাজবাড়ী ড্রাই আইস ফ্যাক্টরি এলাকার মেহেদীর ছেলে। সে চর নারায়ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী।
ঘটনার বর্ণনা দিয়ে আহত রুহুলের বাবা মেহেদী বলেন, আমি দর্জির কাজ করি। পরিবার নিয়ে ড্রাই আইস ফ্যাক্টরি এলাকায় ভাড়া বাসায় থাকি। আমার ছেলের নানুর বাড়ি চর নারায়ণপুর এলাকায় পদ্মা নদীর পাশেই। গত ২৩শে অক্টোবর আমার ছেলে ওর নানুর বাড়িতে যায়। ইলিশ রক্ষা অভিযানে কালিতলা এলাকায় জাল পোড়ানোর কথা শুনে ওইদিন বিকেল ৫টার দিকে আমার ছেলে উৎসুক হিসেবে সেখানে দেখতে যায়। সেখানে স্থানীয় আরও অনেকে ছিলো। জাল পোড়ানোর ওইখানে ইউএনও, মৎস্য কর্মকর্তা, সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত ছিল।
মৎস্য অফিসের কর্মকর্তারা ডিজেল ঢেলে জাল পুড়াচ্ছিলো। ডিজেল শেষ হবার পর তারা বোতলে পেট্রোল এনে চাপ দিয়ে জালে দিচ্ছিলো। এ সময় আগুনের ফুলকি বোতলের মধ্যে চলে আসলে বোতলসহ বিস্ফোরিত হয়। এ সময় মৎস্য অফিসের এক কর্মচারীসহ আমার ছেলে দগ্ধ হয়। আমার ছেলের জামাকাপড়ে আগুন লেগে গেলে সে পাশের পদ্মার পানিতে লাফ দেয়। সে ওই অবস্থায় নদী থেকে উঠে ওর নানুর বাড়িতে যায়। পরে ওই দিন সন্ধ্যায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ইউএনও সহ মৎস্য কর্মকর্তা দেখতে এসেছিলো।
তিনি আরও বলেন, আমি আমার ছেলের সুষ্ঠু চিকিৎসা হোক এটাই সরকারের কাছে দাবি জানাচ্ছি।
রাজবাড়ী জেলা সদর হাসপাতালের সার্জারী ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স পূর্নিমা বলেন, শিশুটির চিকিৎসা চলছে। তবে তার সার্বিক অবস্থা সম্পর্কে চিকিৎসক ভালো বলতে পারবে।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব উল হক বলেন, গত ২৩শে অক্টোবর বিকেলে ইলিশ রক্ষা অভিযানের পর কালিতলা এলাকায় জাল পোড়ানোর সময় আগুনের ফুলকি ছুটে এক শিশুসহ আমাদের এক ফিল্ড এসিস্ট্যান্ট মোঃ ইয়াকুব আলী(৪৮) দগ্ধ হয়েছে। শিশুটি সদর হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হলে আমরা খোঁজখবর নিয়েছি। ইউএনও তার খোঁজখবর নিয়েছে। শিশুটির চিকিৎসার জন্য কোন আর্থিক সহযোগিতা দরকার হলে আমরা সেটা করবো। তার সার্বিক খোঁজখবর আমরা রাখছি। তাকে উন্নত চিকিৎসার জন্য কোথাও রেফার করা লাগলে আমরা সহযোগিতা করবো। তবে এখন পর্যন্ত তার চিকিৎসার্থে কোন আর্থিক সহযোগিতা করা হয়নি।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক বলেন, আমাদের পক্ষ থেকে শিশু মোস্তফা রুহুলের সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে। হাসপাতালের তত্ত্বাবধায়ককে বিষয়টি নজর রাখতে বলা হয়েছে। আমিও কয়েকবার নিজে গিয়ে দেখে এসেছি। মৎস্য কর্মকর্তাও নিজে খোঁজখবর রাখছে।
রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ মোঃ আব্দুল হান্নান বলেন, আগুনে শিশু মোস্তফা রুহুলের শরীর ৬ থেকে ৮ শতাংশ পুড়েছে। আগামীকাল অপারেশন থিয়েটারে নিয়ে ড্রেসিং করা হবে। তবে শিশুটির শরীরের যে অবস্থা তাতে রাজবাড়ীর বাইরে গিয়ে চিকিৎসার প্রয়োজন নেই। এখানেই তার চিকিৎসা রয়েছে। আমার তার সার্বিক খোঁজখবর রাখছি। আগুনে পোড়া অংশ ঠিক হতে অন্যান্য কাটাছেঁড়া থেকে একটু সময় বেশি লাগে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com