রাজবাড়ীর সিনিয়র জেলা ও দায়রা জজ জয়নাল আবেদীনের বদলিজনিত বিদায় সংবর্ধনা গত ২৮শে অক্টোবর জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে বিচার বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা জজ অশোক কুমার দত্ত। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকসহ বিচার বিভাগের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
একই সময়ে সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার নাজনীন রেহেনাকেও বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। সিনিয়র সহকারী জজ নাজনীন রেহেনাকে আইন মন্ত্রনালয়ে সংযুক্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে।
জানা গেছে, গত ২৩শে অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপসচিব(প্রশাসন-১) মনজুর কাদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ জয়নাল আবেদীনকে চট্রগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক(জেলা ও দায়রা জজ) হিসেবে বদলি করা হয়েছে।
অপরদিকে একই প্রজ্ঞাপনে ঢাকার ট্যাকসেস আপীলাত ট্রাইব্যুনালের সদস্য(জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আনিসুর রহমানকে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে।
এর আগে গত ১৭ই এপ্রিল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর প্রজ্ঞাপনে জয়নাল আবেদীনকে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি গত ৫ই মে রাজবাড়ী জেলায় যোগদান করেছিলেন। তিনি ১৮তম বিসিএস(বিচার) ব্যাচের একজন সদস্য। কর্ম জীবনে তিনি দেশে ও দেশের বাইরে ইন্ডিয়া ও অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণ গ্রহণ করেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com