তারুণ্যের উৎসব উপলক্ষে স্যানিটেশন ও হাইজিন বিষয়ক স্বাস্থ্য সচেতনতা সভা

স্টাফ রিপোর্টার || ২০২৫-১০-২৯ ১৫:৫৫:১১

image

.তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিসের যৌথ আয়োজনে গতকাল ২৯শে অক্টোবর বিকেল ৩টায় ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে স্যানিটেশন ও হাইজিন বিষয়ক স্বাস্থ্য সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

 অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শংকর চন্দ্র বৈদ্যের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন। 
 সভায় বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ ও অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) শহিদুল ইসলাম বক্তব্য রাখেন।
 সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ছাত্র প্রতিনিধি ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মিজানুর রহমান।
 সভায় স্যানিটেশন ও হাইজিন বিষয়ের গুরুত্ব সম্পর্কে বক্তারা তাদের বক্তব্য তুলে ধরেন এবং এতদবিষয়ক সচেতনতা বৃদ্ধিকল্পে তরুণদেরসহ সকল অংশীজনকে অবদান রাখার আহ্ববান জানান।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com