মাওলানা আব্দুল কুদ্দুসের গ্রন্থ “পাপীদের সু-সংবাদ” প্রকাশিত

মোক্তার হোসেন || ২০২৫-১০-৩১ ১৪:৫৪:৩২

image

 বিশিষ্ট আলেম আলহাজ¦ মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস রচিত “পাপীদের সু-সংবাদ” গ্রন্থ প্রকাশিত হয়েছে।
 আলহাজ¦ মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস বৃহত্তর পাংশার মৃগী ইউপির আখরজানী (বর্তমান কালুখালী উপজেলা) গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বাংলা ১৩৫৪ সালের ৫ই ফাল্গুন জন্ম গ্রহণ করেন। তার পিতা মরহুম মৌলভী মোঃ ইছহাক আলী। তিনি মুছিদহ বনগ্রাম সিদ্দিকীয়া আলিম মাদরাসার অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক।
 চলতি ২০২৫ সালের ৩রা সেপ্টেম্বর “পাপীদের সু-সংবাদ” গ্রন্থটি প্রকাশিত হয়েছে। গ্রন্থে ভূমিকা, পূর্বাভাষসহ অন্যান্য আলোচনা, আল্লাহ তায়ালার একত্বের দাবী মানার মাধ্যমে সু-সংবাদ, শিরক কাকে বলে, নামাজের দ্বারা সু-সংবাদ, রোজার মাধ্যমে সু-সংবাদ, দোয়া দরুদ ইস্তেগফারের মাধ্যমে সু-সংবাদ, হজ্জ ও বিবিধ আমলের মাধ্যমে সু-সংবাদ, বান্দার ন¤্রতা ও অহংকারের ফল, ওলীদের সঙ্গে যে জুড়ে থাকে সে মাহরূম থাকে না, তওবার দরজা বন্ধ হওয়ার আগেই তওবা করে লও, এক শত নফল হজ্জের ছাওয়াব, বাড়ী-ঘর ধন-সম্পদ..., চোখের পানির দাম, হামদে বারী তা’লা, লেখকের বেদনাময় কয়েকটি গজল, মাশুকের স্মরণে বেদনা প্রকাশ ও গ্রন্থকারের অশ্রুসিক্ত আখেরী মুনাজাত শিরোনামের লেখা রয়েছে।
 এর আগে আলহাজ¦ মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস-এর তুহফাতুত্ত্ব লিবীন, বহুমুখী সততার ডাক, মহাপ্রাণ-মহামায়া, আমার অশ্রুঝরা প্রেম কাহিনী, আল্লাহ পাওয়ার পথে শুভ কামনা ও শুভেচ্ছা বাণী, বয়রাট মাঝাইল ফাযিল ডিগ্রী মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শহীদ হযরত মাওলানা সাঈদ আহম্মদ(রহঃ) এর জীবন দর্শন, বিজ্ঞানের দৃষ্টিতে কুদরতি ইলাহী নামে ৭টি বই প্রকাশিত হয়েছে।
 আলহাজ¦ মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস ১৯৭৩ সালে পুঁইজোর সিনিয়র মাদ্রাসায় শিক্ষকতা পেশায় যোগদান করেন। শিক্ষকতা জীবনে ১৯৮৭ সালে হাদীস বিভাগে এবং ২০০০ সালে হোগলাডাঙ্গী মোহাম্মাদীয়া ইসলামীয়া আদর্শ কামিল মাদ্রাসা থেকে তাফছির বিভাগে সুনামের সাথে কামিল পাশ করেন। ১৯৮৮ সালে মুছিদহ বনগ্রাম সিদ্দিকীয়া আলিম মাদ্রাসায় আরবী প্রভাষক পদে যোগদান করেন, পরবর্তীতে সহকারী অধ্যাপক পদে উন্নীত হন এবং ২০১৪ সালের ৩১শে মে চাকুরী থেকে অবসরগ্রহণ করেন তিনি।
 শিক্ষকতার পাশাপাশি তিনি এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের সাথে মিলে ৩টি মক্তব, হেফজখানা ও ১টি মসজিদ প্রতিষ্ঠা করেন। গ্রামের শাহী মসজিদে দীর্ঘ প্রায় ৩০ বছর খেদমত করে মহল্লার মসজিদে খেদমতে প্রায় ২০ বছরের বেশি খতিব পদে খেদমতে নিয়োজিত আছেন।
 তিনি প্রাইমারী স্কুলে অধ্যয়নকালে তৃতীয় শ্রেনী হতে কবিতা ও প্রবন্ধ লেখা আরম্ভ করেন। শিক্ষকতা জীবনে শুরু থেকেই বিভিন্ন কাব্যগ্রন্থ, জীবনী ও গবেষণামূলক গ্রন্থ রচনা করে প্রকাশ করতে থাকেন।
 পাপীদের সু-সংবাদ গ্রন্থে লেখকের বাণীতে আলহাজ¦ মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস লিখেছেন, প্রশংসার সবটুকুই মহানমর্যাদাবান আল্লাহ পাকের জন্য। দুরুদ ও ছালাম তাঁর মহাপ্রিয় বন্ধু হযরত মুহাম্মদ (সঃ)-এর জন্য নিবেদন করছি। অতপর আমার প্রিয় পাঠক পাঠিকাদের প্রতি ছালাম ও শ্রদ্ধা জ্ঞাপনান্তে বিনীত আরজ এই যে মহান দয়ালু আল্লাহ পাকের বিশেষ রহমতে অত্র কিতাবখানী ক্ষুদ্রাকারে সংকলন করে লিখার ইচ্ছা করেছি। আলহামদ লিল্লাহ উহা এখন প্রকাশ করার চেষ্টা করছি। তার আগে ভুলত্রুটি সংশোধন করার চেষ্টা করতেও অলসতা করিনি। তবুও আমি ভুল ত্রুটির উর্দ্ধে নই। সে কারণে প্রিয় পাঠক পাঠিকাগণের প্রতি সবিনয় আরজ আপনারা আমলের নিয়তে পাঠ করবেন এবং আমার ভুল ত্রুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ মারাত্মক কোন ভুল থাকলে অবশ্যই উহা জানাতে অনুরোধ করছি। যাতে আল্লাহ পাক তওফিক দিলে পুনঃ মুদ্রণের সময় সংশোধন করতে চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের সবাইকে হায়াতান ত্বইয়েব্যহ দান করুন। আল্লাহুম্মা আমীন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com