জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বালিয়াকান্দিতে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

তনু সিকদার সবুজ || ২০২০-১১-২৪ ১৪:৩২:৪৩

image

 ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৪শে নভেম্বর দিনব্যাপী বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘বিজ্ঞান মেলা’ অনুষ্ঠিত হয়েছে। 

  সকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মিয়াদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, সহকারী কমিশনার(ভূমি) এস.এম আবু দারদা, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার, উপজেলা প্রকৌশলী আলমগীর বাদশা, বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম ও বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আসাদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন। 

  আলোচনা পর্বের শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। পরে তারাসহ অন্যান্যরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন। বিকালে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মেলার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com