রাজবাড়ীতে দ্বিতীয় দিনে পদোন্নতির দাবিতে শিক্ষা ক্যাডারের প্রভাষকদের কর্মবিরতি পালন

স্টাফ রিপোর্টার || ২০২৫-১১-১৭ ১৪:১১:৫৬

image

পদোন্নতিসহ তিন দফা দাবি বাস্তবায়নে সারাদেশের ন্যায় রাজবাড়ীতেও দ্বিতীয় দিনেরমত কর্মবিরতি পালন করছেন সরকারি আদর্শ মহিলা কলেজের পদোন্নতি বঞ্চিত প্রভাষকরা।
 গতকাল ১৭ই নভেম্বর সকালে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের ব্যানারে রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে এই কর্মবিরতি পালন করে পদোন্নতি বঞ্চিত প্রভাষকরা।
 রাজবাড়ী জেলার মুখ্য সমন্বয়ক ও সরকারি আদর্শ মহিলা কলেজের প্রভাষক(বাংলা) মোঃ মাসুদুজ্জামান বলেন,  ৩২ থেকে ২৭ তম ব্যাচ পর্যন্ত যোগ্য প্রভাষকদের আজও পদোন্নতি দেওয়া হয়নি।
 সামাজিকভাবে তারা মর্যাদা হারাচ্ছেন। আমরা কেন বঞ্চিত হচ্ছি পদোন্নতি থেকে। আমরা চাই দ্রুত সরকার শিক্ষকদের দাবি মেনে নিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করুক।
 এ সময় আদর্শ মহিলা কলেজে অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) আবু জিহাদ আনসারী, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক কল্লোল কুমার কুন্ডু, গণিত বিভাগের সহকারী অধ্যাপক অদ্বৈত কুমার, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক তহুরা আক্তার, সরকারি আদর্শ মহিলা কলেজে কর্মবিরতিতে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক(বিসিএস-৩৩) শেখ আসাদুল ইসলাম,  অর্থনীতি বিভাগের প্রভাষক(বিসিএস-৩৩) ফারজানা রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক(বিসিএস-৩৪) মোঃ নাজির হোসেন, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক(বিসিএস-৩৪) মিজানুর রহমান, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক(বিসিএস-৩৪) কাওসার হামিদ, বাংলা বিভাগের প্রভাষক(বিসিএস-৩৬) অনিরুদ্ধ মন্ডল সহ অন্যান্য প্রভাষকরা উপস্থিত ছিলেন।
 এদিকে কর্মবিরতির কারণে জেলার বিভিন্ন কলেজে ক্লাস কার্যক্রম আংশিক ব্যাহত হয়েছে। শিক্ষার্থীদের ভোগান্তি এড়াতে সরকারের প্রয়োজনীয় প্রদক্ষেপর দাবি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com