রাজবাড়ীতে সপ্তাহব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের ৪র্থ দিনে মাস্ক বিতরণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

স্টাফ রিপোর্টার || ২০২০-১১-২৪ ১৪:৪৮:১২

image

করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ(দ্বিতীয় ঢেউ) মোকাবেলায় সপ্তাহব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইন ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের ৪র্থ দিনে গতকাল ২৪শে নভেম্বর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হারুন-অর রশিদের নেতৃত্বে সদর উপজেলার শ্রীপুর বাজার, আলাদীপুর বাজার ও রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজ সংলগ্ন এলাকায় জনসচেতনতামূলক ক্যাম্পেইন এবং ব্যবসায়ী ও জনসাধারণের মধ্যে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় মাস্ক না পরার দায়ে ৮ জনকে বাংলাদেশ দণ্ড বিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় মোট ১ হাজার ৯শত টাকা জরিমানা করা হয়। আর্মড ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি দল ও স্কাউটস সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে ।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com