রাজবাড়ীতে পদ্মা ব্যারেজ ও ২য় পদ্মা সেতু নির্মাণ বিষয়ক সেমিনার শনিবার

স্টাফ রিপোর্টার || ২০২৫-১১-১৯ ১৫:০২:০২

image

পদ্মা ব্যারেজ ২য় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি রাজবাড়ী জেলা শাখার আয়োজনে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ এবং বাংলাদেশের সম্ভাবনা’ ও কেমন রাজবাড়ী চাই- ‘আলোকিত রাজবাড়ী বিষয়ক সেমিনার আগামী ২২শে নভেম্বর সকাল ৯টায় শহরের পান্না চত্বরে রাজবাড়ী কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে।
 সেমিনারে অতিথি হিসেবে থাকবেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার, পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির সভাপতি, সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন ওয়ার্কিং কমিটির উপদেষ্টা ও সদস্য ওয়ার্কিং কমিটি লেফটেন্যান্ট জেনারেল(অবঃ) এস এম মতিউর রহমান, সাবেক রাষ্ট্রদূত ও ওআইসির স্থায়ী প্রতিনিধি সদস্য গোলাম মসীহ, সাবেক রাষ্ট্রদূত কমিটি খোন্দকার আব্দুস সাত্তার, পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির মহাসচিব ব্রিগেডিয়ার জেনারেল(অবঃ) আবু ওহাব মোঃ হাফীজুল হক, পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক ও সদস্য ওয়ার্কিং কমিটির মোঃ জাহাঙ্গীর হোসেন জালাল, পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির ওয়ার্কিং কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল(অবঃ) মোহাম্মদ মোহসীন ও মোঃ নজরুল ইসলাম খোকন উপস্থিত থাকবেন।
 পদ্মা ব্যারেজ ২য় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি রাজবাড়ী জেলা শাখার সভাপতি অধ্যাপক(অবঃ) সালাম তাসিরের সভাপতিত্বে সেমিনারে ‘ফারাক্কা ব্যারেজ ও বাংলাদেশের সংকট’ এবং ‘পদ্মা ব্যারেজ ও বাংলাদেশের সম্ভাবনা’ বিষয়ে উপস্থাপনা করবেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ও পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির ওয়ার্কিং কমিটির সদস্য প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।
 সেমিনারে বিষয়ভিত্তিক আলোচনা করবেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাবেক মহাপরিচালক ও পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির সদস্য প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান।
 সেমিনারে ‘দ্বিতীয় পদ্মা সেতু ও আগামীর সম্ভাবনা’ বিষয়ে উপস্থাপনা করবেন পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির ওয়ার্কিং কমিটির সদস্য প্রকৌশলী সাখাওয়াত হোসেন শামীম। 
 কেমন রাজবাড়ী চাই ঃ ‘আলোকিত রাজবাড়ী অ্যানিমেশন প্রদর্শন করবেন পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির নির্বাহী কমিটির সদস্য অর্ণব নেওয়াজ মাহমুদ হৃষিত ও সাদাত খান। এছাড়াও সেমিনারে অন্যান্য আমন্ত্রিত অতিথিরা আলোচনা করবেন।
 সেমিনারের আয়োজকরা জানান, ফারাক্কা বাঁধের কারণে রাজবাড়ীসহ ২৬টি জেলা মিলিয়ে বাংলাদেশের প্রায় এক-তৃতীয়াংশ এলাকার কৃষি, শিল্প, বাণিজ্য ও অর্থনীতি আজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সাথে জলবায়ু ও পরিবেশ জনিত বিপর্যয় যোগ হয়ে মানুষের স্বাস্থ্য, মন ও মননের উপর অত্যন্ত নেতিবাচক প্রভাব পড়েছে। ফারাক্কা বাঁধ আজ আমাদের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলে দিয়েছে।
 এই এলাকার উপযোগী ভৌগলিক অবস্থান ও সামাজিক পরিবেশের কারণে এখানে অবকাঠামো, কৃষি, শিল্প, বানিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসহ অন্যান্য সামজিক আঙ্গিকে আধুনিক উন্নয়নের যথেষ্ট সম্ভাবনা থাকলেও দেশের গুরুত্বপূর্ণ অঞ্চলের সাথে সহজ যোগাযোগ ব্যবস্থা গড়ে না ওঠায় তা অর্জিত হয়নি।
 ফারাক্কা বাঁধ জনিত সঙ্কট লাঘব এবং এই অঞ্চলের দারিদ্র মোচনের মাধ্যমে দেশের সার্বিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ এবং এলাকার মানুষের জীবন মান উন্নয়নে এক মহাসোপান গড়ে তোলা এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি। এই লক্ষ্যে ‘পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি’ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়েছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com