তারেক রহমান ঘোষিত ৩১দফা মানুষের মাঝে পৌঁছে দিতে হবে-ধানের শীষে ভোট চাইতে হবে--খৈয়ম

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৫-১১-১৯ ১৫:০২:৫৭

image

রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আগামী ফেব্রুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে আপনাদের অনেক দায়িত্ব রয়েছে, ভূমিকা রয়েছে। আপনারা সঠিক ভাবে দায়িত্ব পালন না করলে ধানের শীষকে বিজয়ী করা যাবেনা। আপনাদের গ্রামে গ্রামে, পাড়া মহল্লায় মানুষের দ্বারে দ্বারা যেতে হবে। তারেক রহমান ঘোষিত ৩১দফা মানুষের মাঝে পৌঁছে দিতে হবে। ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে।
 গতকাল ১৯শে নভেম্বর সকালে রাজবাড়ী শহরের পান্না চত্বরের নান্নু টাওয়ারের ৪র্থ তলায় রাজবাড়ী কনভেনশন সেন্টারে সদর, গোয়ালন্দ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশকে দখল করেছিল। বাংলাদেশকে অস্থিতিশীল করে রেখেছিল। হাসিনার আমলে মানুষ ভোট দিতে পারে নাই। আমাদের বহু নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে। অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে। দীর্ঘ ১৭ বছর আমরা নির্যাতিত ছিলাম। দেশে গণমাধ্যমের কোন স্বাধীনতা ছিলনা, কথা বলার স্বাধীনতা ছিলনা। চব্বিশের ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। হাসিনা দেশ ছেড়ে চলে যাবার পর দেশে নতুন করে সম্ভবনা তৈরি হয়েছে। নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। নির্বাচনের এই পরিবেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান সবকিছু ভেবেচিন্তে, এই এলাকার মানুষের মনভব বুঝে আমাকে নমিনেশন দিয়েছেন। এই নমিনেশন পেয়েছি আপনাদের জন্যই। আপনারা আমার সাথে ছিলেন বিধায় দল আমাকে মনোনয়ন দিয়েছে। এই অর্জন আপনাদের।
 তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ, শ্রমজীবী মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি। এখানকার শ্রমজীবী মানুষের বিভিন্ন আকাঙ্খা ধারণ করে আমরা রাজনীতি করেছি। দলের মনোনয়ন ঘোষণার কারণে সমস্ত জেলার মানুষ আনন্দিত। মানুষের সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিশ্রুতি ও প্রতিজ্ঞা পূরণ করার দায়িত্বে আমার সাড়া পাচ্ছি। আমরা আশা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারীর মধ্যেই অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। সরকার গঠন হলে আমরা সকলে মিলে সারা বাংলাদেশকে গড়ে তুলবো। এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে আমরা সকলে একযোগে কাজ করব।
 খৈয়ম বলেন, একটা দলে নানা ধরনের মতপার্থক্য থাকতে পারে, মতো বিরোধ থাকতে পারে। আমরা মনে করি সেটা একটা প্রতিযোগিতার মতন। আমাদের নেতা তারেক রহমান যে ঘোষণা দিয়েছেন তার আলোকে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে আজকে যে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে বাংলাদেশে গণতন্ত্র উত্তরনের সে দায়িত্বটা আমরা পালন করব। বাংলাদেশ একটা খুব জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে। এখনো ষড়যন্ত্র চলছে নির্বাচন বানচাল করার জন্য। জাতীয়তাবাদী শক্তি যাতে ক্ষমতায় না আসতে পারে সেজন্য আমরা নানা ষড়যন্ত্র চারিদিকে দেখতে পাচ্ছি। তাই এই সংকটময় মুহূর্তের সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করব।
 রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে এ সবুর শাহীনের সভাপতিত্বে ও রাজবাড়ী পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মহিউদ্দিন গিটার ও সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুল ইসলাম রনির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব ও জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস বক্তব্য রাখেন।
 এছাড়াও অন্যান্যের মধ্যে গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি এডঃ আঃ সাত্তার, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিঃ মাহবুব আলম শাহীন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুক্তার মৃধা, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান লালসহ গোয়ালন্দ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
 এ সময় সদর উপজেলার বরাট, পাঁচুরিয়া, দাদশী, খানখানাপুর, আলীপুর, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া, দেবগ্রাম, উজানচর, ছোট ভাকলা ও গোয়ালন্দ পৌরসভার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com