তারেক রহমানের ৬১তম জন্মদিনে রাজবাড়ীতে ছাত্রদলের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৫-১১-২০ ১৪:৩৯:৪৩

image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে রাজবাড়ীতে জেলা ছাত্রদলের উদ্যোগে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। 
 গতকাল ২০শে নভেম্বর বিকেলে শহরের ভবানীপুর স্টেডিয়াম সংলগ্ন হাফেজ মাওলানা অলিউর রহমান স্মৃতি সংসদ পরিচালিত খাদিমুল ইসলাম মাহমুদিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
 শিক্ষা উপকরণ বিতরণকালে ও দোয়া মোনাজাতে খাদিমুল ইসলাম মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল খালেক, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, মাদ্রাসার সভাপতি হাফেজ আব্দুল মতিন, সেক্রেটারি হাফেজ আব্দুস সবুর, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসজাদ হোসেন আজাদ,সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামাণিক, সাধারণ সম্পাদক প্যারিস হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ হীরা শেখ,জেলা ছাত্রদলের সদস্য আব্দুর রব সুমন,মাদ্রাসার কোষাধক্ষ্য হাফেজ আবু বক্কর সিদ্দিকসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
 জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার, আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের আজ ৬১তম জন্মদিন। তার এই জন্মদিন উপলক্ষে কেন্দ্র থেকে নির্দেশনা ছিল কোন কেক কাটা যাবেনা ও জাঁকজমকপূর্ণ ভাবে পালন করা যাবে না। মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মোনাজাত করতে হবে। তারই অংশ হিসেবে আমরা মাদ্রাসার কোমলমতি অর্ধশত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে কলম, স্কেল, খাতা, পানির পট, ব্যাগসহ অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করেছি ও দোয়ার আয়োজন করেছি।
 শিক্ষা উপকরণ বিতরণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা  হয়। দোয়া পরিচালনা করেন খাদিমুল ইসলাম মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল খালেক।

 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com