গোয়ালন্দে জাসমার ভার্মি কম্পোস্ট সার কারখানা পরিদর্শনে উর্দ্ধতন কর্মকর্তা

মইনুল হক মৃধা || ২০২৫-১১-২০ ১৪:৪১:৫৫

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দে কেঁচো দিয়ে তৈরি ভার্মি কম্পোস্ট সার-কারখানা পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা।
 গতকাল ২০শে নভেম্বর বিকালে উপজেলার উজানচর ইউনিয়নের নবুওছিমুদ্দিন পাড়া এলাকার নারী উদ্যোক্তা মোছাঃ জাসমা আক্তারের এই কারখানা পরিদর্শন করেন তিনি। 
 এ সময় রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মোঃ হোসেন শহীদ সরোওয়ার্দী ও উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার উপস্থিত ছিলেন।
 জানা গেছে, কৃষি উদ্যোক্তা জাসমা আক্তার ফরিদপুরে তার বিউটি নামে এক বান্ধবীর দেখাদেখিতে উদ্বুদ্ধ হয়ে তার কাছ থেকে ২০২২ সালে ৩ কেজি কেঁচো দিয়ে শুরু করেন ভার্মি কম্পোস্ট সার তৈরির কাজ। প্রথমে তিনি মাসে ১০-১২ কেজি জৈব সার প্রস্তুত করতেন। এলাকার মানুষের কাছ থেকে সংগ্রহ করতেন গোবর। তা থেকে প্রথমে চাকের মধ্যে কম্পোস্ট সার তৈরি করতেন তিনি। কেঁচো ও গোবর থেকে জৈব সার প্রস্তুত করে তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এখন প্রতি মাসে ৮-৯ মণ জৈবসার প্রস্তুত করেন তিনি। গোয়ালন্দ উপজেলা কৃষি অফিসের আয়োজনে তিনদিনের কৃষি মেলা  থেকে উপজেলার শ্রেষ্ঠ কৃষি উদদ্যোক্তার পুরস্কারও পেয়েছেন এই জাসমা আক্তার। 
 এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হলে গতকাল বৃহস্পতিবার বিকালে ওই ভার্মি কম্পোস্ট সার-কারখানা পরিদর্শন করেন এই কর্মকর্তা।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com