রাজবাড়ীতে বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নির্বাচনী মিছিল

স্টাফ রিপোর্টার || ২০২৫-১১-২০ ১৪:৪২:২০

image

 আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ২০শে নভেম্বর সন্ধ্যায় রাজবাড়ী বাজারের খলিফাপট্টি থেকে মিছিলটি বের হয়ে রেলগেট হয়ে পান্না চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
 এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এখন থেকে প্রত্যেকটি পাড়ায়, মহল্লায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিতে হবে এবং ধানের শীষের কথা বলে প্রত্যেকটি এলাকায় সভা, সমাবেশ, মিছিল, মিটিং ও মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কথা বলতে হবে। আমাদের মা-বোনদের কাছে সালাম পৌঁছে দিতে হবে। সবাইকে বলতে হবে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আগামী দিনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশে ৩১দফার ভিত্তিতে এই রাষ্ট্রকে একটা সুন্দর রাষ্ট্র, একটা কল্যানকর রাষ্ট্র এবং মানুষের বাসযোগ্য একটা রাষ্ট্র করার জন্যে আমাদের ধানের শীষে ভোট দিতে হবে।আমাদের এখানে তরুণ সমাজ যারা আছে, ছাত্র সমাজ যারা আছে তাদের কাছে আমাদের ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে।
 এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, আকমল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন ডিউক, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কেএ সবুর শাহীন, পৌর বিএনপির নেতা অর্নব নেওয়াজ মাহমুদ ঋষিত, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডঃ নেকবর হোসেন মনি, যুগ্ম আহ্বায়ক এস এম কাওসার মাহমুদ, মনোয়ার হোসেন মিন্টু, পৌর যুবদলের আহ্বায়ক শামসুল আলম খান রানা, সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আহমেদ গীটার, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক অশোক কুমার সরকার, জেলা মহিলা দলের সভাপতি কুমকুম নজরুল, সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার পিয়া, সিনিয়র সহ-সভাপতি ফারজানা ইয়াসমিন ডেইজি, সহ-সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি, জেলা কৃষক দলের আহ্বায়ক আইয়ুবুর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি গফুর মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুকসহ জেলা বিএনপি, পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com