গোয়ালন্দে চোরাই গরু ও পিকআপসহ ২জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার || ২০২৫-১১-২১ ১৪:১৬:০৫

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দে চোরাই গরু ও পিকআপসহ গরু চোর চক্রের ২জন সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। 
 গ্রেপ্তারকৃতরা হলো- গোয়ালন্দ উপজেলার নলিয়াপাড়া গ্রামের কাজল প্রামানিকের ছেলে সুজাত প্রামানিক(৩৮) ও নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার খাজুর খোর্দ্দকালনা গ্রামের আঃ জব্বার মন্ডলের ছেলে আতোয়ার হোসেন(৪৩)।
 গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচাজ(ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিনগত ভোর রাতে গোয়ালন্দ উপজেলার ভোলাই মাতুব্বার পাড়া গ্রামে অভিযান চালিয়ে গরু চোর চক্রের ওই ২জন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই ষাঁড় গরু, গরু পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ(ঢাকা মেট্টো-ন-২১-৬৫৩৪) জব্দ করা হয়। ধৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রজু করে রাজবাড়ীর আদালতে প্রেরন করা হয়েছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com