দাদশীর নিকাহ রেজিস্ট্রার লোকমানসহ ২জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি

স্টাফ রিপোর্টার || ২০২৫-১১-২১ ১৪:১৯:২৮

image

 ভুয়া ও জাল কাবিননামা সৃজন করে আদালতে উপস্থাপন করে বিচারিক প্রক্রিয়ায় মিথ্যা সাক্ষ্য প্রদান করায় গত ২০শে নভেম্বর রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার(কাজী) হাফেজ মোঃ লোকমান হোসেন এবং ক্ষতি করার উদ্দেশ্য আদালতে মিথ্যা ফৌজদারি মামলা করায় মামলার বাদী মোঃ মোক্তার হোসেনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে আদালত।
 রাজবাড়ীর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী উত্তম কুমার সাহা বাদী হয়ে গত ২০শে নভেম্বর দ্যা প্যানাল কোড ১৮৬০ এর ২১১/১৯৩/৪৬৫/৪৬৭/৪৬৮/৪৬৯/৪৭১ ধারায় মিথ্যা মামলার বাদী মোঃ মোক্তার হোসেন ও নিকাহ রেজিস্ট্রার(কাজী) হাফেজ মোঃ লোকমান হোসেন বিরুদ্ধে রাজবাড়ী সদর আমলী আদালতের সিআর-১৪২২/২০২৫ মামলা দায়ের করেন।
 আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন হাসান মামলার প্রাথমিক সত্যতা থাকায় উল্লেখিত ধারায় অভিযোগ আমলে নিয়ে আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির আদেশ প্রদান করেন।
 নিকাহ রেজিস্ট্রার(কাজী) হাফেজ মোঃ লোকমান হোসেন রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শ্রীপুর এলাকার মৃত বেলায়েত হোসেনের ছেলে। তিনি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব এবং মিথ্যা মামলার বাদী মোঃ মোক্তার হোসেন কালুখালী উপজেলার হাটগ্রামের মৃত কাদের মন্ডলের ছেলে।
 এর আগে, গত ১২ই নভেম্বর রাজবাড়ীর অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত ভুয়া ও জাল কাবিননামা সৃজন করে আদালতে উপস্থাপন করে বিচারিক প্রক্রিয়ায় মিথ্যা সাক্ষ্য প্রদান করায় দাদশী ইউপির নিকাহ রেজিস্ট্রার(কাজী) হাফেজ মোঃ লোকমান হোসেন ও ক্ষতি করার উদ্দেশ্য আদালতে মিথ্যা ফৌজদারি মামলা করায় বাদী মোঃ মোক্তার হোসেনের বিরুদ্ধে প্যানাল কোড ১৮৬০ এর ২১১/১৯৩/৪৬৫/৪৬৭/৪৬৮/৪৬৯/৪৭১ ধারার নালিশী মামলা দায়ের করার জন্য অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী উত্তম কুমার সাহাকে নির্দেশ দেন।
 এছাড়াও কাজী মোঃ লোকমান হোসেনের কাজীর লাইসেন্স(সনদ) এর বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন এবং মামলার বাদী মোঃ মোক্তার হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। 
 রায়ের তারিখ হতে ১৫ দিনের মধ্যে জরিমানাকৃত টাকা সরকারী কোষাগারে জমাদানের আদেশ প্রদান করে আদালত। এই আদেশের পর আদালতের বেঞ্চ সহকারী উত্তম কুমার সাহা তাদের বিরুদ্ধে নালিশী মামলা দায়ের করেন।
 জানা গেছে, কালুখালী উপজেলার হাটবনগ্রামের মৃত কাদের মন্ডলের ছেলে মোঃ মোক্তার হোসেন বাদী হয়ে গত ২০১৯ সালের ৩১শে ডিসেম্বর পাংশা থানার মহিষভাঙা গ্রামের ইউসুফ মল্লিকের স্ত্রী জামেনা বেগমকে আসামী করে দন্ড বিধির ৪৬৫/৪৬৭/৪৬৮/৪৭১ ধারায় মামলা দায়ের করে। আদালতের নির্দেশে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন। তদন্ত প্রতিবেদনে উঠে আসে মামলার বাদী উদ্দেশ্য প্রণোদিত ভাবে জামেনা বেগমকে ক্ষতিসাধনের জন্য ভুয়া ও মিথ্যা মামলা দিয়েছেন। এছাড়াও মামলার বাদী নিজের পক্ষে রায় আনার জন্য ২০১৫ সালের ৯ই জুলাই আদালতে নিকাহ রেজিস্ট্রার(কাজী) হাফেজ মোঃ লোকমান হোসেনকে দিয়ে ১০ লক্ষ টাকা দেনমোহর সম্বলিত সঠিক কাবিননামা সরিয়ে বালাম বইতে ভূয়া ও জাল কাবিননামা সংযোজন করে দন্ড বিধির ৪৬৭/৪৬৮/৪৬৯/৪৭১ ধারার অপরাধ করে।
 উক্ত জামেনা বেগম ১নং আসামী মোঃ মোক্তার হোসেনের বিরুদ্ধে পারিবারিক আদালতে ৪৯/২০১৯ নং মামলায় ডিক্রি লাভ করে। সেখানে ডিক্রি মোতাবেক ৫ লক্ষ ২৪ হাজার ৫০০ টাকা বাবদ জামেনা বেগম ডিক্রি পায় এবং প্রতি মাসে ৩ হাজার টাকা করে নিয়মিত খোরপোষ পাবেন মর্মে উল্লেখ থাকে। মূলত সেই ডিক্রির টাকা ও খোরপোষ যেন না দিতে হয় সেজন্য ১নং আসামী মোক্তার হোসেন ২নং আসামী নিকাহ রেজিস্ট্রার(কাজী) মোঃ লোকমান হোসেনের যোগসাজসে কাবিননামা জাল জালিয়াতি করে। বিজ্ঞ আদালত পারিবারিক ৪৯/২০১৯ নং মামলা তলব দিলে ঘটনার সত্যতা পাওয়া যায়। 
 এছাড়াও আদলতে প্রমাণিত হয় যে, মামলার বাদী মোঃ মোক্তার হোসেন ও নিকাহ রেজিস্ট্রার(কাজী) হাফেজ মোঃ লোকমান হোসেন পরস্পর যোগসাজসে ০৯/০৭/২০১৫ তারিখে ১০ লক্ষ টাকা দেনমোহর সম্বলিত সঠিক কাবিননামা(নিকাহ্নামা) সরিয়ে বালাম বইতে (ভলিউম নং-৩/১৪, সাল ২০১৫, পৃষ্ঠা নং-৯১) ভুয়া ও মিথ্যা তথ্য সম্বলিত কাবিননামা সৃজন পূর্বক প্রতিস্থাপন করে। যা পরবর্তীতে নিকাহ রেজিস্ট্রার(কাজী) হাফেজ মোঃ লোকমান হোসেন আদালতে দাখিল করে মিথ্যা সাক্ষ্য প্রদান করে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com