মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে------খৈয়ম

স্টাফ রিপোর্টার || ২০২৫-১১-২১ ১৪:২২:৩৭

image

রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নে রামচন্দ্রপুর বৈশাখী ক্লাব আয়োজিত মেহেদী-মুসা-শাহীদুল-তুরাগ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। 
 গতকাল ২১শে নভেম্বর বিকালে রামচন্দ্রপুর বৈশাখী ক্লাব মাঠে এই ফাইনাল খেলাতে পাকুড়ীকান্দা জেপি স্পোর্টিং ক্লাব বনাম টেএনটি পাড়া আমরা-৭১ দল অংশগ্রহণ করে।
 খেলার নির্ধারিত সময়ে পাকুড়ীকান্দা জেপি স্পোর্টিং ক্লাব ১-০ গোলে টিএনটি পাড়া আমরা-৭১ দলকে পরাজিত করে।
 রামচন্দ্রপুর বৈশাখী ক্লাবের সভাপতি আব্দুল জব্বার মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও প্রধান উপদেষ্টা হিসেবে দাদশী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোর্তুজা বক্তব্য রাখেন।
 রামচন্দ্রপুর বৈশাখী ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নুরুন্নবীর সঞ্চালনায় সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন ডিউক, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কেএ সবুর শাহীন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডঃ নেকবর হোসেন মনি, জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক খন্দকার মাহফুজুর রহমান, জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আকবর খান, জেলা জাসাসের সদস্য সচিব কাজী মিজানুর রহমান পলাশসহ বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মী এবং বৈশাখী ক্লাবর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 
 প্রধান অতিথি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, মেহেদী-মুসা-শাহীদুল-তুরাগ এদের স্মরণে যারা এই খেলাটি আয়োজন করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। কারণ আপনারা তাদের মনোভাব ধরে রেখেছেন এটা আমার অনেক ভালো লেগেছে। প্রতি বছর আপনারা এমন আয়োজন করবেন আমি সহযোগিতা করবো। এই মাঠটি সংস্কার করতে হবে। সেটি করে দিবো। এই দাদশী ইউনিয়ন একটি মডেল ইউনিয়ন করতে আমার যা যা করতে হবে সেটি করবো। এছাড়া দাদশী ইউনিয়নে কি কি করতে হবে সেটার একটি লিস্ট করে আমাকে জানান। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতে হবে। মাদকের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আমাদের ছেলেপেলে নেশা করে পড়ে থাকবে সেটা আমরা কখনো চাইবো না, ছেলেপেলে নষ্ট হয়ে যাক সেটিও আমরা চাই না। এজন্য মাদককে না বলতে হবে। এরপর অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com