রাজবাড়ী-২ আসনের হাত পাখার প্রার্থীর মোটর সাইকেল শোডাউন

স্টাফ রিপোর্টার || ২০২৫-১১-২২ ১৪:২৬:২৯

image

 আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজবাড়ী-২ আসনে নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে। সেই ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মালেকের উদ্যোগে গতকাল শনিবার মোটর সাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়। শোডাউনে তিন উপজেলার শত শত নেতাকর্মীর উপস্থিতিতে এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
 গতকাল ২২শে নভেম্বর সকাল ১০টায় কালুখালীর রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শুরু থেকেই তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রা আরও বর্ণিল হয়ে ওঠে। ব্যানার, ফেস্টুন, শ্লোগান ও হাতপাখা প্রতীকের সজ্জায় পুরো এলাকা নির্বাচনী আমেজে মুখরিত হয়ে যায়।
 শোভাযাত্রাটি রতনদিয়া থেকে যাত্রা শুরু করে পাংশা ও বালিয়াকান্দি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকা অতিক্রম করে। পথজুড়ে সাধারণ মানুষ শোভাযাত্রা দেখার জন্য ভিড় করে। পরে দীর্ঘ প্রদক্ষিণ শেষে শোডাউনটি কালুখালী উপজেলা ইসলামী আন্দোলন কার্যালয়ে গিয়ে শেষ হয়।
 শোডাউনে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সেক্রেটারি আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ আব্দুল্লাহ, জেলা মুজাহিদ কমিটির সভাপতি ক্বারী আবু ইউসুফ, জাতীয় শিক্ষক ফোরাম জেলা সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান, জাতীয় ওলামা-মাশায়েখ পরিষদের সদস্য মাওলানা ফরিদ ইবনে জামাল, কালুখালী উপজেলা সেক্রেটারি মাওলানা ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
 এছাড়া ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য ও বালিয়াকান্দির কৃতি সন্তান আঃ রহিম আল মাহমুদ সুমন, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি রফিকুল ইসলাম মিলন, সাবেক ছাত্রনেতা আঃ রহমান সোহান, জেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আঃ আলিম, বালিয়াকান্দি উপজেলা সভাপতি মাওলানা রইস উদ্দিন, ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেনসহ তিন উপজেলার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা শোডাউনে অংশ নেয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com