ধানের শীষের জন্য ভোট চাইতে বাড়িতে বাড়িতে ব্যারিস্টার কাজী রহমান মানিক

স্টাফ রিপোর্টার || ২০২৫-১১-২২ ১৪:২৮:৫৬

image

 ধানের শীষের জন্য ভোট চাইতে বাড়িতে বাড়িতে যাচ্ছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার কাজী রহমান মানিক।
 গতকাল শনিবার বালিয়াকান্দির বিভিন্ন স্থানে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফার জনমত গঠনের লক্ষ্যে তৃণমূলে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান।
 লিফলেট বিতরণকালে সাংবাদিকদের তিনি বলেন, দলের জন্য আমি বাড়িতে বাড়িতে গিয়ে ধানের শীষে ভোট চাচ্ছি। এই কাজ আমি আরও অনেক আগে থেকেই করছি। কেন্দ্রীয় কমিটি এখনো এই আসনের প্রার্থী ঘোষণা করেনি। হয়তো দ্রুত সময়ের মধ্যেই তারা ঘোষণা করবেন।
 আমি একজন মনোনয়ন প্রার্থী, আমি আশা করছি দল আমাকে মনোনয়ন দেবে। দল মনোনয়ন দিলে আমি আমার রাজবাড়ী-২ আসনের মানুষের জন্য সর্বোচ্চ কাজ করতে পারবো। 
 যেহেতু আমি একজন ব্যারিস্টার, তাই আমি বলতে পারবো কিভাবে কাজ করলে ভালো কিছু করা সম্ভব। আমি দলের প্রতি শ্রদ্ধাশীল, দল যে সিদ্ধান্ত নেবে আমি সেই সিদ্ধান্ত মোতাবেক কাজ করবো এবং ধানের শীষের পক্ষে এই কার্যক্রম চালিয়ে যাবো। 
 লিফলেট বিতরণকালে উপজেলার বিভিন্ন স্থানের বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com