বাংলাদেশ খেলাফত মজলিশ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে দাওয়াতি মিছিল গতকাল ২২শে নভেম্বর বিকালে অনুষ্ঠিত হয়েছে।
দাওয়াতি মিছিলটি রাজবাড়ী প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে বাজার প্রদক্ষিণ করে পান্না চত্বর হয়ে রেলগেট শহীদ স্মৃতি চত্বরে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতৃবৃন্দ।
সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও রাজবাড়ী-১ আসনের প্রার্থী ইলিয়াস আলী মোল্লা, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইউসুফ নোমানী, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইব্রাহীম খলিল মোল্লা, রাজবাড়ী পৌর শাখার সভাপতি আব্দুর রহমান, বালিয়াকান্দি উপজেলার সভাপতি মাওলানা মোঃ দেলোয়ার হোসেন, কালুখালী উপজেলার সভাপতি আনোয়ার হোসেন ও পাংশা উপজেলার সভাপতি কারী সুলতান খান প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ পত্র-পত্রিকাতে স্বাধীন দেশ হিসেবে দেখতে পাই। সাইনবোর্ডে স্বাধীন দেশ, আমরা মুখে উচ্চারণ করি স্বাধীন দেশ। কিন্তু সাধারণ জনগণ সেই স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত। স্বাধীনতার পরবর্তী ৫৪ বছর আমরা স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারি নাই। এখন মানুষ স্বপ্ন দেখছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এদেশে পরিচালনায় যদি আলেম ওলামা ক্ষমতায় আসে তাহলে দেশে শান্তি ফিরে আসবে বৈষম্য দূর হবে দূর্নীতি-মাদক মুক্ত হবে দেশে উন্নয়ন হবে। বক্তব্য শেষে দেশের কল্যাণে দোয়া করা হয়।
.

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com