রাজবাড়ীতে ক্যান্টনমেন্ট না হওয়ার পেছনে অনেকের অনেক ষড়যন্ত্র ছিল------মতিউর রহমান

স্টাফ রিপোর্টার || ২০২৫-১১-২২ ১৪:৩৩:৪৪

image

রাজবাড়ীতে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট না হওয়ার পেছনে অনেক ষড়যন্ত্র ছিলো বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান।
 গতকাল ২২শে নভেম্বর সকালে রাজবাড়ী কনভেনশন সেন্টারে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ এবং বাংলাদেশের সম্ভাবনা’ ও কেমন রাজবাড়ী চাই- ‘আলোকিত রাজবাড়ী’ বিষয়ক সেমিনারে অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
 লেফটেন্যান্ট জেনারেল(অবঃ) এস এম মতিউর রহমান বলেন, দীর্ঘ ৪১ বছর সেনাবাহিনীতে চাকরি করার পর আমি গত দুই বছর আগে অবসরে গিয়েছি। আমার সেনাবাহিনীর চাকরীর একটা গুরুত্বপূর্ণ সময় আমি যশোর সেনানিবাসের জিওসি পদে চাকুরী করেছি। যশোরের জিওসি থাকাকালীন সময়ে আমার ওপরে একটা দায়িত্ব ন্যাস্ত হয়েছিল এই এলাকায় একটি ক্যান্টনমেন্ট করার জন্য। আমাকে কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি রাজবাড়ীতে ক্যান্টনমেন্ট করার জন্য। বলা হয়েছিলো এই এলাকার সবচেয়ে সুবিধাজনক জায়গায় একটি ক্যান্টমেন্ট করার উদ্যোগ গ্রহণ করার জন্য। তারই অংশ হিসেবে আমি রাজবাড়ী জেলার পাংশা, কালুখালী এবং রাজবাড়ী সদরের কিছু অংশ জুড়ে ওই সময়ে প্রাপ্ত খাস জমি যেগুলো আমরা পেয়েছিলাম সেগুলো চিহ্নত ও অধিগ্রহণ করি। এটি ছিল কষ্টকর। এই অধিগ্রহণের কাজ করতে গিয়ে আমি প্রায় দু’বছর পরিশ্রম করেছি, অধিগ্রহণের কাজ শেষ করেছি। রাজবাড়ীর তৎকালীন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম খানের অফিসে আমার ও তার মাঝে জমি হস্তান্তর গ্রহণ অনুষ্ঠিত হয়। আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে ১৪১০.৮৬ একর জমি রাজবাড়ী সেনানিবাসের জন্য বুঝে নেই। জমি অধিগ্রহণ হাবার পর ক্যান্টনমেন্ট হওয়ার আর কিছু বাকি থাকেনা। সবচেয়ে কঠিন কাজটাই আমরা করেছিলাম। কিন্তু বিভিন্ন সময়ে এই ক্যান্টনমেন্টের বিরুদ্ধে অনেক চক্রান্ত হতে দেখেছি এই রাজবাড়ীতে। 
 তিনি বলেন, এখানে পদ্মা নদীর স্রোতের তোড়ে একবার ক্যান্টনমেন্টের জন্য যে নির্ধারিত জায়গা সেই জায়গার প্রায় ৪০০ একর জায়গা ভেঙে গেলো। ক্যান্টনমেন্টের নির্ধারিত একটি জায়গায় ছোট একটি চর ছিলো। আমরা জানতাম ওই চরটি থাকলে ক্যান্টনমেন্টের ওপর পানির ধাক্কা আসবে না। কিন্তু যেকোনো কারণেই হোক আমি যশোর থেকে বদলি হয়ে যাবার পর রাতারাতি অবৈধভাবে বালি কেটে, ওই চরের বালি চুরি করে চরটি নিশ্চিহ্ন করে দিয়ে ক্যান্টনমেন্টের জায়গাটিকে পানির সাথে সাংঘর্ষিক করে দেওয়া হলো। তৎকালীন সময়ে কারা করেছে আমি নাম বলতে চাইনা আপনারা সেটা জানেন। এই বালি উত্তোলন করার জন্য বিদেশ থেকে লোক আসেনি। বালি উত্তোলন আমাদের রাজবাড়ীর লেকেরাই করেছে। এই কাজটা করলে জায়গা ভেঙে যেত সেটা তারা জানতো, তারা ইচ্ছা করেই সেটা করেছে।
 তিনি আরো বলেন, পরবর্তীতে বিভিন্ন ভাবে আমার মনে হয়েছে এলাকার কিছু মানুষের অসহযোগিতার কারণে এই ক্যান্টনমেন্ট প্রকল্প আর সামনের দিকে যেতে পারেনি। আর ক্যান্টনমেন্ট না হওয়ার আরও একটি কারণ থাকতে পারে যেই পদ্মা ব্যারেজ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বছরের পর বছর সেই পদ্মা ব্যারেজের সাথেও ক্যান্টনমেন্টের একটা সম্পর্ক ছিলো। আপনারা না জানলেও আমি বলি পদ্মা ব্যারেজের মতন অতি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল যেকোনো স্থাপনা রক্ষার জন্য একটি ক্যান্টনমেন্টের প্রয়োজন হয়। একইভাবে দ্বিতীয় পদ্মা সেতু যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম তার জন্য একটা ক্যান্টনমেন্ট প্রয়োজন হতো।
 তিনি বলেন, আপনারা জানেন কি না জানিনা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় যে দুটো সেতু রয়েছে পদ্মা সেতু ও যমুনা সেতু। এই সেতু দুইটি রক্ষণাবেক্ষণেরের জন্য আলাদা দুইটি ক্যান্টনমেন্ট রয়েছে। এই ক্যান্টনেমেন্ট করাও অনেক ব্যয় বহুল।
 রাজবাড়ীতে ক্যান্টনমেন্ট করার সময় দুটি বিষয় আমার মাথায় ছিলো। একটা হচ্ছে পদ্মা ব্যারেজ রক্ষার জন্য ক্যান্টনমেন্ট প্রয়োজন হবে সেটি এবং দ্বিতীয় পদ্মা সেতু রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজন হবে সেটি। সুতরাং আমরা ক্যান্টনমেন্টের জন্য যে জায়গাটি চিহ্নত করেছিলাম সেটা ছিলো ঠিক এই দুটি প্রস্তাবনার একদম মাঝে। তার মানে আমরা সরকারের জন্য খুব সাশ্রয়ে একটা প্রকল্পের ব্যবস্থা করেছিলাম। যাতে করে এতবড় গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মিত হবার পরেও নতুন করে ক্যান্টনমেন্ট করার জন্য কোন খরচ হতো না। কিন্তু যে কোন কারণেই হোক সাশ্রয়ী কোন কিছু আমাদের দেশে গ্রহণ হয়না। ব্যায় যত কামনো যায় আমাদের চেষ্টা থাকে। কিন্তু অনেক সময় আমরা দেখি কম ব্যায়ের প্রকল্প বাস্তবায়ন হয় না। যে প্রকল্পের ব্যায় যত বেশি ওই প্রকল্প দ্রুত গ্রহণযোগ্য হয় এবং বাস্তবায়নের গতি অনেক বেশি হয়। তার প্রমাণ হচ্ছে রাজবাড়ীতে এত সস্তায় অলমোস্ট বিনা পয়সায় একটি ক্যান্টনমেন্টের জায়গা অধিগ্রহণ করার পরেও এই ক্যান্টনমেন্টটা এখান থেকে সরিয়ে দেওয়া হলো। এটা চলে গেলো সেই পটুয়াখালী।
 লেফটেন্যান্ট জেনারেল(অবঃ) এস এম মতিউর রহমান বলেন, পটুয়াখালীতে ক্যান্টনমেন্টের প্রয়োজনীয়তা কি আজ পর্যন্ত কোন সামরিক বিশারদের মাথায় আসেনি। এটা শুধুমাত্র একটা ইগোর ওপর ভর করে এই রাজবাড়ীতে এটা হতে দেওয়া হলো না, অন্য কোথাও নিয়ে যাওয়া হলো। এটা চলে গেলো পটুয়াখালীতে। পটুয়াখালীতে ক্যান্টনমেন্ট করতে গিয়ে কয়েকশ একর জমি খাস পাওয়া যায়। বাকি অবশিষ্ট প্রায় ৯০০ একর জমি বাজার মূল্যের থেকে তিনগুণ দামে কিনে সেখানে ক্যান্টনমেন্ট করা হয়। রাজবাড়ীতে এত সাশ্রয়ী একটি ক্যান্টনমেন্ট করার প্রস্তাব চূড়ান্ত করার পরেও, জমি অধিগ্রহণ করার পরেও এখানে সেটা হয়নি।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com