বিমানবন্দরে প্রবাসীদের হয়রানী বন্ধে দুবাই কনস্যুলেটে স্মারকলিপি প্রদান

ওবায়দুল হক মানিক || ২০২০-১১-২৫ ১৫:১৭:৫৩

image

বিমানবন্দরে প্রবাসীদের হয়রানী বন্ধে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বাংলাদেশের কনস্যুলেটের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত ২৪শে নভেম্বর ‘বিজনেস এসোসিয়েশন বাংলাদেশ’ নামে প্রবাসী বাংলাদেশীদের একটি ব্যবসায়ী সংগঠনের দুবাই শাখার পক্ষ থেকে কনস্যুলেটের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান ও ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলামের কাছে স্মারক লিপিটি হস্তান্তর করা হয়। এ সময় সংগঠনের সভাপতি জুলফিকার ওসমান ও সাধারণ সম্পাদক ইয়াকুব আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।                               

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com