রাজবাড়ীতে স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে ৩১ জনের জরিমানা॥মাস্ক বিতরণ

স্টাফ রিপোর্টার || ২০২০-১১-২৫ ১৫:১৯:৫৪

image

করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ (দ্বিতীয় ঢেউ) মোকাবেলায় সরকারীভাবে দেশব্যাপী করোনা নিয়ন্ত্রণ সপ্তাহ (২১শে নভেম্বর-২৭শে নভেম্বর) পালনের মাধ্যমে সচেতনতামূলক ক্যাম্পেইন ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি স্বাস্থ্য বিধি অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হচ্ছে। 

  এরই ধারাবাহিকতায় গতকাল ২৫শে নভেম্বর জেলা প্রশাসনের ৩জন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার, রেজওয়ানা নাহিদ এবং বিপুল সিকদারের নেতৃত্বে রাজবাড়ী বাজার, কোর্ট চত্বর, রেলগেট, পান্না চত্বর, বড়পুল, সদর উপজেলার আলীপুরসহ বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

  এ সময় মাস্ক না পরে স্বাস্থ্য বিধি অমান্যের দায়ে ৩১জনকে ৮হাজার ৭শত টাকা জরিমানার পাশাপাশি বিনামূল্যে মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণসহ স্কাউটস সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।  

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com