রাজবাড়ী ডিবি’র একটি দল অভিযান চালিয়ে জেলার কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের পারকুলা গ্রামের বাড়ী থেকে ১টি ওয়ান শুটারগানসহ কুখ্যাত সন্ত্রাসী হারুন অর রশিদ জিল্লু (৪৬)কে গ্রেফতার করেছে ।
গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫শে নভেম্বর দিবাগত রাত ২টার দিকে এস.আই শহিদুল ইসলাম এবং এস.আই মোহাম্মদ মোজাম্মেল হকসহ ডিবি’র একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হারুন অর রশিদ জিল্লু পারকুলা গ্রামের মৃত হেদায়েত হোসেনের ছেলে। তার বিরুদ্ধে চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধের কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে বলে ডিবি জানায়।
আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে কালুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত ২৬শে নভেম্বর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com