রাজবাড়ীতে উদীচী শিল্পী গোষ্ঠীর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার || ২০২০-১১-২৮ ১৩:৩৩:০৯

image

রাজবাড়ীতে শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে উদীচী শিল্পী গোষ্ঠীর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
  এ উপলক্ষে রাজবাড়ী জেলা উদীচীর উদ্যোগে গতকাল ২৮শে নভেম্বর সকালে শহরের রেলওয়ে আজাদী ময়দানস্থ সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান উদ্বোধন করেন উদীচী শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল মোতালেব।
  উদ্বোধনের পর শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর সংগঠনের কার্যালয়ে আলোচনা জেলা উদীচীর সহ-সভাপতি মোঃ আজিজুল হাসান খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ মিয়া, বাংলাদেশ জাসদের জেলা শাখার সভাপতি সভাপতি স্বপন কুমার দাস, সিপিবি নেতা ধীরেন্দ্র নাথ দাস, সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কাওছার আহমেদ রিপন, সাবেক সভাপতি এজাজ আহম্মেদ, আব্দুল হালিম বাবু, আব্দুল জব্বার প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। আলোচনা সবশেষে গণসঙ্গীত পরিবেশন করা হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com