আমিরাতে বাংলাদেশী দম্পতির গার্মেন্টস কারখানায় অগ্নিকান্ড

আমিরাত থেকে ওবায়দুল হক মানিক || ২০২০-১১-২৮ ১৩:৩৪:০৬

image

সংযুক্ত আরব আমিরাতের আজমানে অবস্থিত মাজহারুল ইসলাম মাহবুব ও শেফালী আক্তার আঁখি নামে এক বাংলাদেশী দম্পতির মালিকানাধীন গার্মেন্টস কারখানায় অগ্নিকা- সংঘটিত হয়েছে।
  গত ২৬শে নভেম্বর স্থানীয় সময় বিকাল ৪টার দিকে ‘আল ফাহাদ গার্মেন্টস’ নামক গার্মেন্টস কারখানাটির স্টোর রুম থেকে অগ্নিকা-ের সূত্রপাত হয়ে ১শ’ টনের মতো কাপড়সহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়।
  খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
  ক্ষতিগ্রস্ত মাজহারুল ইসলাম মাহবুব ও শেফালী আক্তার আঁখি দম্পতির দাবী, অগ্নিকান্ডে তাদের ১মিলিয়ন দিরহামের (প্রায় ২ কোটি) মতো আর্থিক ক্ষতি হয়েছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com