গোয়ালন্দ মোড় ও খানখানাপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের জরিমানা

স্টাফ রিপোর্টার || ২০২০-১১-২৮ ১৩:৪৫:৪৭

image

করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ মোকাবেলায় সরকারী নির্দেশনা অনুযায়ী রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কার্যক্রম অব্যাহত রয়েছে।  
  এরই ধারাবাহিকতায় গতকাল ২৮শে নভেম্বর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদারের নেতৃত্বে রাজবাড়ী সদর উপজেলা গোয়ালন্দ মোড় ও খানখানাপুর বাজারে সচেতনতামূলক ক্যাম্পেইনে লিফলেট ও মাস্ক বিতরণ এবং স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ জনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
  জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিকসহ পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।  

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com