রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বেজপাড়া সপ্তগ্রামে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক এলাকার পাশে ব্রয়লার মুরগির ফার্ম নির্মাণের প্রতিবাদ ও অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
গতকাল ১২ই জানুয়ারী সকালে পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বেজপাড়া সপ্তগ্রাম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাসহ ২শতাধিক এলাকাবাসী অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন বেজপাড়া সপ্তগ্রাম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি হাজী মোঃ মালেক বিশ্বাস, মাদ্রাসার মহতামিম হাফেজ কারী মোঃ ইমরান হোসাইন, স্থানীয় কামরুল বিশ্বাস মিটুল ও মোঃ নাজমুল হোসাইনসহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় বাসিন্দা ও একজন পুলিশ সদস্য মোঃ হাসান সরদার বেজপাড়া সপ্তগ্রাম হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার একেবারে পাশেই বয়লার মুরগির ফার্ম নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। এতে মাদ্রাসার শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি পরিবেশ দূষণ ও দুর্গন্ধের আশঙ্কা রয়েছে। বিশেষ করে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই এ ধরনের ফার্ম স্থাপন সম্পূর্ণ অনুপযুক্ত ও নিয়মবহির্ভূত।
বক্তারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে ফার্মের নির্মাণ কাজ বন্ধ করে এটি অন্যত্র স্থানান্তর না করা হলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে। এ সময় মানববন্ধন থেকে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে বয়লার মুরগির ফার্মটি অপসারণের জোর দাবি জানানো হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com